পারিশ্রমিক নিয়ে এত আলোচনার মধ্যে শাকিব খানের কোনো ভাষ্য পাওয়া যায়নি।
Published : 24 Jan 2024, 01:06 AM
ঢাকাই সিনেমায় এক দশকের বেশি সময় ধরে সবচেয়ে ব্যবসাসফল নায়কের তকমাটি ধরে রেখেছেন শাকিব খান। প্রতি সিনেমার জন্য তিনি ৩৫/৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলেই জানা যাচ্চিল। তবে গেল ঈদে এই অভিনেতার ‘প্রিয়তমা’ সিনেমাটি ব্যবসাসফল হওয়ায় তিনি পারিশ্রমিক বাড়িয়ে ১ কোটি টাকা করেছেন বলে খবর চাউর হয়েছে।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন সাংবাদিকদের বলেছেন, ‘নীল দরিয়া’ নামে একটি সিনেমার জন্য চুক্তি মোতাবেক পারিশ্রমিক নেওয়ার পরও শাকিব খান শিডিউল দিচ্ছেন না। বরং তিনি ১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন। পূর্বে নেওয়া টাকাও ফেরত দিয়েছেন।
খোকনের এই বক্তব্যের পরই আলোচনায় আসে শাকিব খানের পারিশ্রমিকের বিষয়টি। বাংলাদেশের সিনেমা বাজারে একজন অভিনেতা ১ কোটি টাকা পারিশ্রমিক নিতে পারেন কি না? তা নিয়েও চলছে আলোচনা।
এই আলোচনাকে আরেকটু উষ্কে দিলেন আরেক চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। শাকিব খানকে ১ কোটি টাকা পারিশ্রমিক দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে ফেইসবুকে লিখেছেন তিনি।
তার ভাষ্যে, “শাকিব খানকে দিয়ে সিনেমা বানালে শুধু বাংলাদেশের ডিজিটাল রাইটস ২ বছরের জন্য বিক্রি হয় ১ কোটি থেকে ১.৩ কোটি। সারা বিশ্বে সব ভাষা মিলিয়ে পাওয়া যায় আরও ১ কোটি টাকা। এর পর টেলিভিশন রাইটস ১ কোটি টাকা। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের সিনেমা হল এর রাইটস ১ কোটি টাকা। বাংলাদেশের সিনেমা হল এর ব্যবসা ছাড়াই ৪.৩ কোটি টাকার ব্যবসা হয় শাকিব খানের সিনেমায়।”
তবে এর জন্য আধুনিক মানসম্পন্ন সিনেমাও বানাতে হবে উল্লেখ করে অনন্য মামুন বলেন, “মুক্তবাজার অর্থনীতিতে অনেক কিছু নিয়ে ভাবতে হবে।”
অনন্য মামুন এর আগে শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। এবার তিনি শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামে আরেকটি সিনেমা নির্মাণ করবেন বলেও শোনা যাচ্ছে।
পারিশ্রমিক নিয়ে এত আলোচনার মধ্যে শাকিব খানের কোনো ভাষ্য এখনও পাওয়া যায়নি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)