জ্যাকসনের কালো হ্যাটটির দাম ধরা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো পর্যন্ত।
Published : 23 Jun 2023, 02:14 PM
যে ‘মুনওয়াক’ নাচে পপ সম্রাট মাইকেল জ্যাকসন মাতিয়ে দিয়েছিলেন বিশ্বকে, সেই নাচে যে কালো টুপিটি তিনি পরেছিলেন, সেটি উঠছে নিলামে।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে সংগীত জগতের বিভিন্ন স্মারক নিয়ে নিলামের উদ্যোগ নিয়েছে আর্টপেজেস এবং লেমন অকশন নামের একটি কোম্পানি। ওই নিলামে ‘কিং অব পপ’ জ্যাকসনের হ্যাটটিও তোলার পরিকল্পনা করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, ১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরে ‘মুনওয়াক’ নাচটি নেচেছিলেন জ্যাকসন।
এই নাচের বৈশিষ্ট্য হল, নাচে সামনে হাঁটার ভঙ্গি করলেও শিল্পী চলে যান পেছনের দিকে। এই নাচের জন্য বিশেষ জুতা ব্যবহার করতেন জ্যাকসন। যে জুতার নকশাও তিনি নিজে করেছিলেন।
চল্লিশ বছর আগে ‘বিলি জিন’ কনসার্টের সময় খ্যাতির শীর্ষে ছিলেন জ্যাকসন। তবে গানের শুরুতেই কিন্তু জ্যাকসন ‘মুনওয়াক ডান্স’ করেননি। গানের শেষ পর্যায়ে ওই নাচ নেচে দর্শক মাতিয়ে তোলেন পপ সম্রাট। পরে জ্যাকসনের ‘আইকনিক ডান্সে’ পরিণত হয় ‘মুনওয়াক’।
নিলাম কোম্পানি জানিয়েছে, প্রায় দুইশোটি সামগ্রী নিলামে তোলা হবে। এর মধ্যে জ্যাকসনের কালো হ্যাটটির জন্য ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো আশা করা হচ্ছে।
ওই নিলামে যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী টি বোন ওয়াকারের একটি গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের ব্যাবহৃত স্যুট এবং যুক্তরাষ্ট্রের শিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও থাকবে।
নিলামে তোলা সামগ্রীর একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী ৪ জুলাই প্রকাশ করা হবে।
১৯৫৮ সালে জন্ম নেওয়া জ্যাকসনের গানের শুরু ৫ বছর বয়সে। ২০০৯ সালের ২৫ জুন না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
মৃত্যুর এত বছর পরও ভক্তদের কাছে সমান জনপ্রিয় এই পপ তারকা। তাকে বলা হত সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ তারকা, যিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিলেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জ্যাকসনের নাম ওঠে ৩৯ বার, তিনি ১৩ বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। এ ছাড়া ২৬টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড তার ঝুলিতে জমা হয়েছিল।
পুরনো খবর