চলতি বছর মে মাসে দিল্লি আদালতের সিঙ্গল বেঞ্চ সত্যজিৎ রায়ের পক্ষে চিত্রনাট্যের স্বত্বাধিকার ঘোষণা দেয়ার পর, বৃহস্পতিবার তাতে সম্মতি জানায় দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
Published : 17 Aug 2023, 09:17 PM
সত্যজিৎ রায় পরিচালিত কালজয়ী সিনেমা ‘নায়ক’ মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর।
বিনোদন জগতে এক তারকার উত্থান-পতনের গল্পে সাজানো এ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়। আরডি বনশলের সাথে যৌথভাবে প্রযোজনাও করেছিলেন তিনি।
আনন্দবাজার বলেছে, মাস কয়েক আগে ‘নায়ক’ সিনেমার চিত্রনাট্যের ভিত্তিতে ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস প্রকাশের পর চিত্রনাট্যের স্বত্ব নিয়ে বিপত্তি বাঁধে। প্রকাশনা সংস্থা হার্পার কলিন্সের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে বসে সিনেমার প্রযোজক আরডি বনশলের পরিবার।
বনশল পরিবারের দাবি,সত্যজিৎ ‘নায়ক’ এর চিত্রনাট্যকার হলেও, প্রযোজক হিসেবে স্বত্বাধিকার তাদেরই। তাই কোনো তৃতীয় পক্ষ এ সিনেমা অবলম্বনে উপন্যাস লিখলে তা বনশল পরিবারের অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।
তারপরই সত্যজিৎপুত্র সন্দীপ রায় ও রে সোসাইটির অনুমতিপত্র আদালতে জমা দেয় প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স।
তারা জানান, ‘নায়ক’ অবলম্বনে উপন্যাস প্রকাশের আগে সত্যজিৎ রায়ের আইনি স্বত্বাধিকারী পরিবারের অনুমতি নেওয়া হয়েছে। বনশল পরিবারের অনুমতি সে ক্ষেত্রে প্রয়োজনীয় নয়।
চলতি বছর মে মাসে দিল্লি আদালতের সিঙ্গেল বেঞ্চ সত্যজিৎ রায়ের পক্ষে চিত্রনাট্যের স্বত্বাধিকার ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার তাতে সম্মতি জানায় দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
দিল্লি আদালত জানায়, ‘নায়ক’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় নিজে। সেই সৃজনশীল কাজে প্রযোজনা সংস্থার কোনো অবদান ছিল না। তাই চিত্রনাট্যের স্বত্বাধিকারী সত্যজিৎই। তার অবর্তমানে সেই অধিকার রয়েছে তার পুত্র সন্দীপ রায় এবং রে সোসাইটির কাছে। তাই সিনেমাটি নিয়ে কোনো তৃতীয় পক্ষ কাজ করলে তাদের অনুমতিই যথেষ্ট।