পরিচালক ‘স্পিরিট’ সিনেমায় প্রধান চরিত্রের জন্য দক্ষিণী তারকা প্রভাসকে বেছে নিয়েছেন।
Published : 29 Sep 2024, 11:12 AM
এক যুগ আগে ‘এজেন্ট বিনোদ’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে পর্দায় এসেছিলেন মুম্বাইয়ের পতৌদি নবাব পরিবারের পুত্র-পুত্রবধূ সাইফ আলী খান ও কারিনা কাপুর। এরপর তারা অনেক কাজ করেছেন, কিন্তু আলাদা আলাদা সিনেমায়।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এবার দুজনকে ফের এক পর্দায় আনছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
আরেকটি চমক হল, ভাঙ্গার ‘স্পিরিট’ নামের ওই সিনেমায় সাইফ-কারিনা আসছেন খল চরিত্রে।
ভাঙ্গা এবার প্রধান চরিত্রের জন্য দক্ষিণী তারকা প্রভাসকে বেছে নিয়েছেন। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে আগামী বছর।
এর আগে ‘এলওসি কার্গিল’, ‘তাশান’, ‘কুরবান’, ‘ওমকারা’সহ কয়েকটি সিনেমায় সাইফ-কারিনা জুটিকে একসঙ্গে দেখা গেছে।