প্রসেনজিৎ বলেছেন, “সুন্দর এক আগামীর পথ ধরে এগিয়ে যাক ঋতুপর্ণা, আর রাইমা যেন তার হাসিটি ধরে রাখে।“
Published : 07 Nov 2023, 04:37 PM
ভারতের দক্ষিণী সিনেমার তারকা কমল হাসান এবং কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মতিথি পড়েছে এক দিনে। দুই অভিনয় শিল্পীর সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ভারতের আরেক অভিনেত্রী রাইমা সেনেরও জন্মবার্ষিকী মঙ্গলবার। সুচিত্রা সেনের নাতনিকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ।
কমলের সঙ্গে ছবিতে প্রসেনজিৎ এই অভিনেতাকে বলেছেন, ‘শুভ জন্মদিন’। আগামীতে আসছে এই তারকার সিনেমা ‘ইন্ডিয়ান ২’। এর ট্রেইলার প্রকাশের পর ‘লুক’র জন্য হইচই ফেলে দিয়েছেন কমল হাসান।
তামিল সিনেমাটির প্রথম কিস্তি মুক্তি পায় ১৯৯৬ সালে। এরপর কমল হাসান নিজে চেয়েছিলেন এই সিনেমার দ্বিতীয় পর্ব করতে। আড়াইশ কোটি রূপি বাজেটের ‘ইন্ডিয়ান ২’ তিন বছর পিছিয়ে মুক্তি পাচ্ছে আগামী বছর।
কলকাতার যে নায়িকার সঙ্গে অর্ধশতক সিনেমার জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ, তার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা।
ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে প্রসেনজিৎ বলেছেন, “সুন্দর এক আগামীর পথ ধরে এগিয়ে যাক ঋতুপর্ণা।“
কলকাতার নির্মাতা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এক ফ্রেমে আসতে চলেছেন হিট সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র এই জুটি।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘নাগপঞ্চমী’ সিনেমা প্রথম জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। প্রথম সিনেমা 'হিট' হয়। এরপর একাধিক ছবিতে দর্শকদের মন জয় করে নিয়েছেন তারা। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির পর ছিল দীর্ঘ বিরতি।
তারপর ২০১৬ সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’ ছবিতে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হয় এই জুটি। এর দুবছর পর কৌশিক তার ‘দৃষ্টিকোণ’ সিনেমায় সুপারহিট জুটিকে আবার ফিরিয়ে আনেন।
সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের বড় মেয়ে রাইমা সেনকে শুভেচ্ছা জানিয়ে প্রসেনজিৎ বলেছেন, ‘রাইমা যেন মুখের এই হাসিটি ধরে রাখেন।“
রাইমাকে কিছুদিন পর ‘কলঙ্ক' নামের কালকাতার একটি বাংলা ওয়েব সিরিজে দেখা যাবে।
গত মাসে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে 'চালচিত্র' নামে কলকাতার একটি সিনেমার কাজ শুরু করেন রাইমা। এ সিনেমার পরিচালক প্রতীম ডি গুপ্ত।
পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘চালচিত্র’তে রাইমা ও অপূর্ব ছাড়াও অভিনয় করছেন কলকাতার টোটা রায়চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে।
কলকাতার ওয়েব সিরিজে ফিরছেন রাইমা