ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে সিনেমাগুলো দেখাবে দীপ্ত।
Published : 20 Mar 2025, 08:24 PM
রোজার ঈদে দীপ্ত টেলিভিশনে তিনটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। যেগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গেল বছর।
সিনেমাগুলো হল 'তুফান', 'ওমর' এবং ‘মেঘনা কন্যা'।
এক বিজ্ঞপ্তিতে দীপ্ত জানিয়েছে, ঈদের প্রথম দিন সকাল ৯টায় প্রচার হবে ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা 'মেঘনা কন্যা'।
ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় দীপ্ত দেখাবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'ওমর' সিনেমা। একই দিন দুপুর ১টায় প্রচার হবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের 'তুফান', যেটি পরিচালনা করেছেন রায়হান রাফী।
নারীপাচার নিয়ে 'মেঘনা কন্যা’
গ্রাম ও শহরের দুই নারীর জীবনের গল্প এবং এবং নারীপাচার 'মেঘনা কন্যার’ উপজীব্য। গেল বছরের রোজার ঈদের সময়ে ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়শ্রী কর জয়া, তার চরিত্রের নাম রেনুবালা।
প্রভাশালীদের দৌরাত্ম্য দেখিয়েছে ‘ওমর’
একটি খুন এবং সেটি ধামাচাপা দেওয়ার ঘটনা নিয়ে থ্রিলার গল্পের সিনেমা ‘ওমর’।
গত রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় দেখা গেছে, এলাকার প্রভাবশালী ব্যক্তি বড় মির্জা। তার ছেলে ছোট মির্জা এমন কোনো অপরাধ নেই, যা করে না। এক হোটেলে ছোট মির্জার সঙ্গে কথা কাটাকাটি হয় ওমরের। সেখানেই ধস্তাধস্তির একপর্যায়ে খুন হন ছোট মির্জা। তার লাশ লুকাতে দেখা যায় ছোট মির্জার বাড়িতেই।
‘ওমর’ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ; বিশেষ একটি চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিস আহমেদসহ আরও অনেকে।
শাকিবের ‘তুফান’
গত কোরবানির ঈদের সময়ে ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের ‘তুফান’।
রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।
এবারে ঈদে আরো কয়েকটি পুরোনো বাংলা সিনেমার দেখানোর পরিকল্পনাও নিয়েছে দীপ্ত টিভি। সেগুলোর মধ্যে আছে রয়েছে 'শিকারী', 'তালাশ', 'নোলক', 'অন্তর্জাল', 'নবাব', 'প্রহেলিকা', 'বীর', 'মুখোশ', 'মন যেখানে হৃদয় সেখানে', 'পয়জন', 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না'।