সিক্যুয়েলে শাহরুখ খানকেও দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।
Published : 12 Nov 2024, 10:05 AM
‘ভূতনাথ’ নামে মলিন বেশভূষার সেই লম্বা বুড়ো ভূতটার মেজাজ খিটখিটে হলেও মনটা ছিল বড্ড নরম। বুড়ো ভূত ‘ম্যায় ভূত হু’ বলে যতই ভয় দেখানোর চেষ্টা করুন না কেন, মানুষের বন্ধু হতেই তাকে বেশি দেখা দেছে দুইটি সিনেমায়।
সেই ভূতনাথ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে পর্দায় আসছেন অমিতাভ বচ্চন।
এনডিটিভি লিভেছে, ভয় দেখানোর সাথে সাথে সবাইকে হাসাতে আসছেন বিগ বি। সিক্যুয়েলে শাহরুখ খানকেও দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে। এবারে শাহরুখের চরিত্রটি আগেরগুলোর তুলনায় আরও বড় পরিসরে আনারা কথা ভাবা হচ্ছে।
চিত্রনাট্যের কাজ চলছে। নির্মাতা নতুন গল্পে ভূতনাথকে পর্দায় জীবিত করার ব্রত নিয়েছেন।
চিত্রনাট্যের চূড়ান্ত, অভিনয় শিল্পী নির্বাচন এবং শুটিং শেষে ‘ভূতনাথ ৩’ পর্দায় গড়াতে গড়াতে ২০২৬ সাল নাগাদ সময় লেগে যেতে পারে।
২০০৮ সালে বিবেক শর্মা পরিচালিত ‘ভূতনাথ’ মুক্তি পায়। সেখানে অমিতাভের সঙ্গে ছিলেন জুহি চাওলা ও শাহরুখ খান।
এর ছয় বছর পর এসেছিল নীতেশ তিওয়ারির ‘ভূতনাথ রিটার্নস’।সেখানেও ভূত হয়েছিলেন অমিতাভ। আর অতিথি চরিত্রে এসেছিলেন রাণবীর কাপুর।
চলতি বছর ‘মুনজ্যা’, ‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’র মত হরর বা হরর কমেডি ঘরানার সিনেমা জনপ্রিয়তা পেয়েছে। সেটা দেখেই প্রয়োজকরা ‘ভূতনাথ’ নিয়ে কাজ করতে ফের আগ্রহী হয়েছেন বলে লিখেছে এনডিটিভি।