চলুন একটু ঢুঁ মেরে আসা যাক ওটিটির জগৎ থেকে।
Published : 18 May 2024, 01:25 PM
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। সাসপেন্স, থ্রিলার, রোমান্টিক, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোও বাদ নেই এই প্ল্যাটফর্মে। বলিউডে বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহের মত ওটিটিতেও দর্শক জনপ্রিয়তা পেয়েছে। গত এবং চলতি বছরে মুক্তি পাওয়া সেসব কয়েকটি সিনেমার খোঁজ তুলে এনেছে পিংকভিলা।
'খো গায়ে হাম কাঁহা’
অর্জুন ভারেন সিং পরিচালিত ‘খো গায়ে হাম কাঁহা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরব। তিন বন্ধুর গল্পের এই সিনেমা গেল বছরের ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। অভিনয়শিল্পী, গল্প ও পরিচালনার দক্ষতায় সিনেমাটি বেশ প্রশংসা পেয়েছে। যেখানে সোশাল মিডিয়ার ফাঁদ বা এই প্রজন্মের বন্ধুত্বের ‘ভালো-মন্দের’ গল্প উঠে এসেছে।
‘অমর সিং চমকিলা’
১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় ইমতিয়াজ আলীর সিনেমা ‘অমর সিং চমকিলা’। পাঞ্জাবের জনপ্রিয় সংগীতশিল্পী অমর সিং চমকিলার জীবনী নিয়ে বানানো হয়েছে এই সিনেমা। ট্রেইলার এবং গান প্রকাশের পরেই আলোচনায় আসা এই সিনেমার মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে এবং তার স্ত্রী অমরজোত কৌরের ভূমিকায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। জনপ্রিয় পাঞ্জাবী শিল্পীর মৃত্যুর রহস্য এই সিনেমার উপজীব্য।
'লাপাতা লেডিস'
সিনেমা হলের পর সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সাড়া তোলা বলিউডি সিনেমা ‘লাপাতা লেডিস’। কিরণ রাও পরিচালিত সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না এবং স্পর্শ শ্রীবাস্তব। বউ বদলের গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমা। আছে বাঁকে বাঁকে হাস্যরস, মিষ্টি প্রেম, গ্রাম্য সরলতা আর সামাজিক কুসংস্কারের ভোগান্তির গল্প। অ্যাকশন, থ্রিলারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পরিচালক বিনোদনের মোড়কে গভীর বার্তা সমাজের কাছে পৌঁছে দিয়েছেন 'লাপাতা লেডিস'র মাধ্যমে।
'শয়তান'
বিকাশ বেহেল পরিচালিত থ্রিলারধর্মী সিনেমা ‘শয়তান’। বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। অজয় দেবগন, দক্ষিণি অভিনেত্রী জ্যোতিকা, মাধবান অভিনীত সুপারন্যাচারাল থ্রিলারধর্মী এই সিনেমা ওটিটিতে দর্শক ধরে রেখেছে অনেকদিন ধরে। মূলত কালো জাদু আর বশীকরণ ঘিরে তৈরি হয়েছে 'শয়তান'। আর' 'শয়তান' রূপে দারুণ চমক দেখিয়েছেন মাধবান। সিনেমায় অজয়ের মেয়ে জাহ্নবী, মাধবানের কথায় ওঠবস করে, কখনো বাক্সভর্তি চা পাতা খাচ্ছে, আবার কখনো নিজের গালে চড় মারছে। মা-বাবার ওপর হামলা করতেও ছাড়ছে না মেয়েটি। কীভাবে শয়তানের তাণ্ডব থেকে পরিবারকে বাঁচানো যায়, সেটি গুজরাটের সিনেমা ‘বশ’র হিন্দি রিমেক ‘শয়তান’ এ দেখানো হয়েছে।
‘আর্টিকেল ৩৭০’
ইয়ামি গৌতম, প্রিয়মণি, মোহন আগাশে, সুখিতা আইয়ার, রাজ অর্জুন, সন্দীপ চ্যাটার্জি অভিনীত ‘আর্টিকেল ৩৭০’ দর্শকের মন জয় করছে। পরিচালনা করেছেন আদিত্য জাম্ভালে। এই সিনেমায় আছে দেশভক্তি, রাজনৈতিক মারপ্যাঁচ, রোমাঞ্চকর অ্যাকশন এবং কাশ্মীরকেন্দ্রিক গল্প। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।
'উঁচাই'
বন্ধুত্বের চেয়ে বড় কোনো সম্পর্ক হয় না। এই ভাবনার ওপর ভিত্তি করে 'উঁচাই' সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন সুরুজ বরজাতিয়া, সিনেমার পরিচালকও তিনি। পর্দায় চার বন্ধুর নিঃস্বার্থ ভালোবাসা তুলে ধরেছেন তিনি। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি। চার বন্ধুর গল্প বলা হলেও তাদের মধ্যে একজন বেঁচে নেই। তবে তার স্মৃতি অমলিন বাকি তিনজনের মধ্যে। বয়সকে তুচ্ছ করে নানা বিপদ পাড়ি দিয়ে তুষাড়ে মোড়ানো পর্বতশৃঙ্গে পৌঁছানোই তাদের জীবনের অন্যতম স্বপ্ন। ওটিটি প্লাটফর্ম জি-৫ এ দেখা যাচ্ছে সিনেমাটি।
'এ থার্সডে'
ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে 'এ থার্সডে' সিনেমাটি। নেতিবাচক চরিত্রে আছেন ইয়ামি গৌতম। এটির পরিচালক বেহজাদ খাম্বাটা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়া, অতুল কুলকার্ণির মত বলিউডি শিল্পীরা। কেন্দ্রচরিত্রের নাম নয়না জয়সওয়াল (ইয়ামি গৌতম)। তিনি বাচ্চাদের একটি স্কুল চালান। নয়নার বাড়ির মধ্যেই স্কুল। এক সময় অসুস্থতার কারণে নয়না তিন সপ্তাহের ছুটি নেন। সে সময় একে একে করে স্কুলের ১৩ শিক্ষার্থী অপহরণ হয়ে যায়। ঘটনাক্রমে শিক্ষিকা নয়নার আসল মুখোশ বের হয়ে আসে।
'ফাইটার'
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ভরপুর অ্যাকশনের চলচ্চিত্র ‘ফাইটার’। অভিনয় করেছেন হৃত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কপুর, করণ সিং গ্রোভার। লড়াই, প্রতিপক্ষকে আক্রমণ করার কৌশল, বিভিন্ন স্টান্ট, আকাশ পথে যুদ্ধের দৃশ্যের জমজমাট এক সিনেমা। সিনেমায় প্রথমবারের মত হৃত্বিক এবং দীপিকার রসায়ন অন্যতম আকর্ষণ। হলে মুক্তির পর সিনেমাটি এখন নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।
'অ্যানিমাল'
বক্স অফিসে সন্দীর রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমাল' সিনেমার দাপট নিয়ে নতুন কিছু বলার নেই। প্রেক্ষাগৃহের পর নেটফ্লিক্সেও রাণবীর কাপুর, রাশমিকা মানদানা, অনিল কাপুল এবং ববি দেওলের এই সিনেমা দর্শক টেনেছে দারুণভাবে।