‘বউ সোহাগী’ ও ‘নার্ভাস কাপল’ নাটক দুটি দেখা যাবে বুধবার ও বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে।
Published : 12 Feb 2025, 05:22 PM
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে বাংলাভিশনের পর্দায় প্রচার হবে দুইটি বিশেষ নাটক।
‘বউ সোহাগী’ ও ‘নার্ভাস কাপল’ নামের নাটক দুইটি দেখা যাবে বুধবার ও বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে।
বিজ্ঞপ্তিতে বাংলাভিশন জানিয়েছে, বাংলাভিশনের দর্শকদের নাটক, সিনেমা ও গানে গানে কাটবে এবারের ভালোবাসা দিবস।
গ্রামের এক অবিবাহিত যুবকের জীবন ও বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘বউ সোহাগী’।
সুজিত বিশ্বাসের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানহা তাসনিয়াসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের ছেলে হেকমত সরদার, যে বিয়ে করতে ভয় পায়। একদিন হেকমতের বন্ধু আরিফ ও তার মা তাকে দড়ি দিয়ে বেঁধে অটো রিকশায় করে নিয়ে যায় কনের বাড়িতে।
বিয়ে বাড়িতে গিয়েও নানা বিপত্তি বাঁধায় হেকমত। কবুল বলার পরেই অজ্ঞান হয়ে যায় সে। হেকমতের এমনই নানান হাস্যরসের ঘটনায় এগিয়ে যায় গল্প। বুধবার রাতে দেখা যাবে নাটকটি।
সদ্য বাগদান হওয়া দুইটি মানুষের নানা ঘটনায় নির্মিত হয়েছে নাটক ‘নার্ভাস কাপল’।
মুহাম্মদ আবু রাজীনের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, আইশা খানসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, এক সপ্তাহ আগেই সারা ও সাহিলের বাগদান হয়েছে। বিয়ের তারিখও চূড়ান্ত। কিন্তু লাজুক স্বভাবের হওয়ায় দুজনের মধ্যে বোঝাপড়াটা আর হয়ে উঠছে না।
তারা যখনই নিজেদের মধ্যে কথা বলতে যান, তালগোল পাকিয়ে নানান কর্মকাণ্ড করে ফেলেন দুজন।
এই নাটকটি দেখা যাবে বৃহস্পতিবার রাতে।
নাটক ছাড়াও বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে দেখা যাবে মিউজিক্যাল শো ‘মিউজিক ক্লাব’। যেখানে গান শোনাবেন হৃদয় খান।