Published : 17 Feb 2024, 04:25 PM
চারশ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘কাজলরেখা' মুক্তির দিনক্ষণ অবশেষে জানা গেছে।
চলতি বছরে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’।
শনিবার সিনেমাটির ফেইসবুকে পেইজে এই তথ্য জানানো হয়।
এছাড়া সিনেমাটির আরেকটি গানও প্রকাশ হয়েছে এই পেইজ ও ইউটিউবে।
'ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু' শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী, গেয়েছেন মাশা ইসলাম।
‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এ সিনেমা দিয়ে।
এছাড়া ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।
সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার।
আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে।
প্রথমে শোনা গিয়েছিলে ফেব্রুয়ারিতে আসছে 'কাজলরেখা'। পরে পরিচালক সেলিম বলেছিলেন, পয়লা বৈশাখে সিনেমটি মুক্তির পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন। এবার জানা গেল, ঈদে আসছে এই সিনেমা।
এর মধ্যে এই সিনেমার পাত্রপাত্রীদের লুক ও আরও দুইটি গান প্রকাশ হয়েছে।
মৈমনসিংহ গীতিকা থেকে সেলিমের ‘কাজলরেখা’