‘মাঝে মাঝে মনে হয়’ গানটি দিয়ে তাহসানের যাত্রা শুরু হয়েছে শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যানের সঙ্গে।
Published : 26 Nov 2024, 08:16 PM
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রসাধনী পণ্যের কোম্পানি রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান।
বিভিন্ন পণ্যের প্রচারের পাশাপাশি এ কোম্পানির তত্ত্বাবধানে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হারল্যান জানিয়েছে, গুলশানের একটি হোটেলে সোমবার তাহসানের সঙ্গে চুক্তি সই করেন রিমার্ক-হারল্যানের পরিচালক শাকিব খান। সেখানে কোম্পানির পক্ষ থেকে তাহসানের প্রথম গান ‘মাঝে মাঝে মনে হয়’-এর প্রোমো প্রকাশ করা হয়।
তাহসান বলেন, "শাকিব খানের কারণেই রিমার্কে যুক্ত হয়েছি। রিমার্ক আমাকে নিজের মত গান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ‘মাঝে মাঝে মনে হয়’ গানটি দিয়ে যাত্রা শুরু। প্রতি মাসে এমন গান উপহার দেব, যেটা দেখে ও শুনে যেন মনে হয় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের গান হচ্ছে।"
দুই যুগ ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন তাহসান। বাংলা চলচ্চিত্রে শাকিবের পথচলাও দুই যুগের। সেই প্রসঙ্গ টেনে তাহসান বলেন, "আজ থেকে ২৫ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায়, ঠিক সে বছরই আমার ব্যান্ড 'ব্ল্যাক' আত্মপ্রকাশ করে। প্রায় ২৫ বছর ধরেই কিন্তু আমরা দুজন দর্শক শ্রোতার ভালোবাসা পাচ্ছি। এত বছর পর আমরা এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম।"
নতুন গানগুলো নিয়ে তাহসানের ভাষ্য, “২৫ বছরে যে ভালোবাসা পেয়েছি, এটার মূল কারণ মৌলিক গান। মৌলিক গান হিট করা অনেক কঠিন। তবে আরও ভালো কাজ করতে চাই। নতুন গানগুলোতেও আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে।”
শাকিব খান বলেন, "তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি তার মত গুণী মানুষের যুক্ত হওয়া, একসঙ্গে পথচলা কোম্পানি সাফল্যকে বৃদ্ধি করবে।"
দুই যুগের ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে ১১টি অ্যালবাম করেছেন তাহসান। দীর্ঘ ১৯ বছর পর সম্প্রতি পুরনো লাইনআপে ফিরে ব্ল্যাকের কনসার্টও করেছেন তিনি।
তাছাড়া নিজের লেখা গানে একটি অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন এই শিল্পী। অ্যালবামটির কাজ শুরু করে দিয়েছেন বলে গ্লিটজকে জানিয়েছিলেন তিনি।
২০০৪ সালে প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। এর ‘ঈর্ষা’, ‘চতুর্থ মাত্রা’, ‘বৃত্তাল্পনা’, ‘কথোপকথন’ গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে।
এরপর প্রকাশ পায় তার আরও একটি অ্যালবাম- ‘কৃতদাসের নির্বাণ’। এতে ছিল ‘প্রেমমাতাল’, ‘কাদা’ গানগুলো। এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দেশজুড়ে গানগুলো মুখে মুখে ফিরতে শুরু করে।