ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা পরিষদ মিলনায়তনে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন পরিষদ সদস্যরা।
Published : 18 Dec 2024, 10:08 PM
বিজয় দিবস উপলক্ষে গান ও আলোচনা অনুষ্ঠান করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া শাখা।
বুধবার বিকালে স্থানীয় মহিলা পরিষদ কার্যালয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করে অনুষ্ঠান শুরু করেন পরিষদের সদস্যরা। এরপর সম্মেলক ও একক কণ্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় বলে আয়োজক সংগঠন এক বিজ্ঞপ্তিতে বলেছে।
অনুষ্ঠানের সঞ্চালক কেন্দ্রীয় পর্ষদ সদস্য ও শাখা সহসভাপতি অরুণাভ পোদ্দার বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের সাম্যের যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, আমরা সেই বাংলাদেশ গড়ব। এমন স্বপ্ন নিয়েই আয়োজনটি করেছি আমরা।”
অনুষ্ঠানে সম্মিলন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি মানবর্ধন পাল, সাধারণ সম্পাদক মাসুদ উর রহমান, সাহিত্য একাডেমির সভাপতি ও সম্মিলন পরিষদের উপদেষ্টা কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, মহিলা পরিষদ সভানেত্রী শোভা পাল, সহসভাপতি বিভা রায়, নারীমুক্তি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফজিলাতুন নাহার উপস্থিত ছিলেন।
সংগীত পরিবেশনার তত্ত্বাবধান করেন আসিফ ইকবাল খান, অনিন্দিতা দেব। তাল বাদ্যে ছিলেন সুদীপ্ত সাহা মিঠু। সহযোগিতায় ছিলেন জামিনুর রহমান।