'বাজিগর' সিনেমার সিক্যুয়েল নিয়ে ভাবছেন প্রযোজক রতন জৈন।
Published : 16 Nov 2024, 04:23 PM
যে সিনেমা শাহরুখ খানের ক্যারিয়ারের বাঁক ঘুরিয়ে দিয়েছিল উন্নতির দিকে, যে কাজটি কাজলকে অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই ‘বাজিগর’ ফের আলোচনায়।
আলোচনার বিষয় হল ‘বাজিগর ২’ আসবে কী আসবে না; এটি নিয়ে কথাবার্তা চলছে প্রযোজক রতন জৈন এবং অভিনেতা শাহরুখ খানের মধ্যে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, জৈন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘বাজিগর ২’ আসতেই পারে তবে, সেটি সম্পূর্ণ নিভর করবে শাহরুখের ওপরে। অর্থাৎ কিং খান রাজি কাজটি নিতে রাজি হলে নব্বই দশকের শুরুর দিকের সুপারহিট সিনেমার স্বাদ পেতে পারেন দর্শকরা।
জৈন বলেন, “'বাজিগর ২' সিনেমার চিত্রনাট্য যেন আগেরটির থেকে শক্তিশালী হয় এবং দর্শকের প্রত্যাশা ধরে রাখতে পারে সেদিকেও নজর রাখা হবে।"
নতুন কিস্তিতে শাহরুখ থাকলেও কাজল এবং শিল্পা শেঠি থাকবেন কী না সে ব্যাপারে কিছু জানাননি এই পরিচালক।
“চিত্রনাট্য তৈরি হওয়ার পর নায়িকা বাছাইয়ের কাজ করব।”
তবে পরিচালকের আসনে পরিবর্তন আসছে জানিয়ে জৈন বলেন, “বাজিগর ২ পরিচালনার দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কোনো পরিচালক।”
১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত আব্বাস-মাস্তান পরিচালিত 'বাজিগর' শাহরুখের ক্যারিয়ারের মাইলফলক হিসেবে দেখা যায়। শাহরুখ সেখানে হয়েছিলেন খল নায়ক। ‘বাজিগর’ সে বছর ব্লকবাস্টরের তালিকায় জায়গা করে নেয়। ‘বাজিগর’ তৈরি হয়েছিল হলিউডি সিনেমা ‘আ কিস বিফোর ডায়িং’র গল্প অবলম্বনে।
'বাজিগর' সিনেমার প্রস্তাব প্রথমে যায় অনিল কাপুরের কাছে। কিন্তু হতে প্রচুর কাজ থাকায় সিনেমাটি হাতে নেওয়া হয়নি অনিলের। এরপর সালমানকে প্রস্তাব দেওয়া হলেও তিনিও মুখ ফিরিয়ে নেন। কারণ সালমানের বাবা সেলিম খান চাননি তার ছেলে ক্যারিয়ারের শুরুর দিকেই একটি নেতিবাচক চরিত্রে কাজ করুক। এরপর প্রস্তাব যায় সে সময়ের তরুণ অভিনেতা শাহরুখের কাছে।
সিনেমার কাহিনী ভিকি মালহোত্রা নামের এক যুবককে কেন্দ্র করে তৈরি হয়েছিল। যে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একজন ব্যবসায়ীর মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং তাকে হত্যা করে। প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের এই গল্পটি সে সময়ে ভিন্ন ধারার গল্প হিসেবে দারুণ প্রশংসা পায়।
সিনেমায় কুমার শানু ও নু মালিকের গাওয়া 'ইয়ে কালি কালি আঁখে' এবং 'বাজিগর ও বাজিগর' গানগুলো কালজয়ী গানের মধ্যে জায়গা করে নিয়েছে।