আগামী ২০ ও ২১ তারিখে অনুষ্ঠিত হবে এবারের 'আনন্দমেলা' অ্যাওয়ার্ড।
Published : 17 Jul 2024, 03:16 PM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী 'আনন্দমেলা' অনুষ্ঠান।
প্রতিবারের মত এবারও এতে অংশ নিচ্ছেন একঝাঁক তারকাশিল্পী।
‘আনন্দমেলা’ আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেছেন, এই অনুষ্ঠান হবে আগামী ২০ ও ২১ জুলাই।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং মেয়র ভারগেস মাইকেল।
কণ্ঠশিল্পী মিলা, প্রতিক হাসান, তমা মির্জা, রায়হান রাফি, জায়েদ খান, কণ্ঠশিল্পী পুলক অধিকারী, লায়লা, আরশিনা প্রিয়া, মন্দিরা চক্রবর্তী, ডিজে রাহাত, লামিয়া লাম, মডেল নিবির আদনান, আনিলা তানজুম, নৃত্যশিল্পী আলিফসহ আরো কয়েকজন এই অনুষ্ঠানে অংশ নেবেন।
আর উপস্থাপনা করবেন নীল হুরে জাহান।
মুহাম্মদ আলী বলেন, " প্রতি বছর অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। ইতোমধ্যে অনেকে শিল্পী যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। আশা করি এবারের আয়োজনটিও উৎসবমুখর হবে।"