সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘বাজি’ নাটক।
Published : 16 Mar 2025, 09:59 PM
এক গ্যাংস্টারের করুণ পরিণতির গল্প নিয়ে ঈদে আসছে নাটক ‘বাজি’।
নাটকে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল; আর খল চরিত্রে চরিত্রে দেখা যাবে অভিনেতা মীর রাব্বিকে।
ঈদের বিশেষ নাটক হিসেবে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘বাজি’।
বিজ্ঞপ্তিতে চ্যানেলটি জানিয়েছে, মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নাটকটি অ্যাকশন রোমান্টিক থ্রিলার ধরনের।
নাটকের গল্প এগিয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যিনি সব বাজিতেই জেতেন। একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প। তবে এই গল্পে প্রেমের পাশাপাশি পরাজয়ও দেখিয়েছেন নির্মাতা
নির্মাতা ইসলাম জানিয়েছেন, পুরো নাটকটির গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে।
তার ভাষ্য, “এমন থ্রিলার জনরার গল্প নাটক দর্শকদের জন্য নতুন।”