সাদা ধুতি পাঞ্জাবি পরে মঙ্গলবার সকাল সকাল মন্দিরে পৌঁছে যান শাহরুখ।
Published : 14 Feb 2024, 11:14 AM
‘জওয়ান’ মুক্তির দুদিন আগে ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির দর্শন করলেন বলিউডি তারকা শাহরুখ খান, সঙ্গে ছিলেন এই সিনেমার নায়িকা নয়নতারা এবং শাহরুখ কন্যা সুহানা খান।
সাদা ধুতি পাঞ্জাবি পরে মঙ্গলবার সকাল সকাল মন্দিরে পৌঁছে যান শাহরুখ। প্রার্থনা সেরে মন্দিরের বাইরে এসে ভক্তদের উদ্দেশে ছুড়ে দেন উড়ন্ত চুমু, হাত জোর করে জানান শুভেচ্ছা।
দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। সর্বশেষ ট্রেইলার প্রকাশের পর গত শুক্রবার শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি। আর তাতে ‘পাঠান’কে ছাড়িয়ে যেতে বসেছে ‘জওয়ান’।
এই সিনেমার প্রথম দিনের প্রথম শো কে আগে আয়োজন করতে পারে, তা নিয়ে রাজ্যে রাজ্যে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ প্রতিযোগিতায় নেমেছে। এদিক থেকে এগিয়ে আছে কলকাতা। শহরের নিউ টাউনের মাল্টিপ্লেক্স ‘মিরাজ সিনেমাস’ ভোর ৫টায় প্রথম শোর আয়োজন করেছে।
‘মিরাজ সিনেমাস’ এর ব্যবস্থাপনা পরিচালক অমিত শর্মা বলেন, “সারা দেশে ৬২টি মাল্টিপ্লেক্সে আমরা সিনেমা দেখাই। কিন্তু ‘জওয়ান’র প্রথম দিনের টিকেট বিক্রির হিসেবে এখন পর্যন্ত কলকাতায় আমাদের প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি টিকেট বিক্রি হয়েছে। তাই সুযোগ হাতছাড়া করতে চাইনি।” সংবাদসূত্র: এনডিটিভি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)