দুজনের একটি ছবি ভাইরাল হলে, সবাই বলাবলি করছে, আমির-কিরণের এক হওয়ার খবরই কি তাহলে করণের ‘বিশেষ চমক’!
Published : 30 Nov 2023, 01:39 PM
বিচ্ছেদের দুবছরের মধ্যে পারিবারিক নানা অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেতা আমির খান এবং তার সাবেক স্ত্রী কিরণ রাও। এর মধ্যে আমিরের তৃতীয় বিয়ের গুজবও কিছুদিন হাওয়ায় ভেসেছে, এও শোনা গেছে আর কোনোদিন কারো সাথে ঘর বাঁধবেন না মিস্টার পারফেকশনিস্ট। এসবের মধ্যে আমির ও কিরণের যুগল একটি ছবি উসকে দিচ্ছে নতুন গুঞ্জন।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘কাজের ব্যর্থতায় হতাশাগ্রস্ত আমির ফিরে যাচ্ছেন কিরণের কাছে’। তবে আমির বা কিরণের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি বলেও জানিয়েছে ভারতের এই সংবাদমাধ্যমটি।
এর মধ্যে নির্মাতা করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণে’ গিয়েছিলেন আমির ও কিরণ। এই সাবেক দম্পতির পর্ব দিয়েই নাকি শেষ হতে চলেছে করণের শোয়ের এই সিজন।
কয়েক দিন আগে করণ বলেছিলেন, একটি ‘বিশেষ চমক’ দিয়ে সিজনের পর্দা টানছেন তিনি। এছাড়া অনুষ্ঠানের সেট থেকে দুজনের একটি ছবি ভাইরাল হলে সবাই বলাবলি করছে, আমির-কিরণের এক হওয়ার খবরই কি তাহলে করণের ‘বিশেষ চমক’!
২০০১ সালে ‘লগন’ চলচ্চিত্রের শুটিংয়ে দুজনের পরিচয়; কিরণ সেই ছবির সহকারী পরিচালক ছিলেন। এর কয়েক বছর আগে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন আমির।
প্রেমের কয়েক বছর পেরিয়ে ২০০৫ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন আমির-কিরণ। ২০১১ সালে এই দম্পতির ছেলে আজাদের জন্ম হয়। আর ২০২১ সালের এক যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তারা।
বিবৃতিতে তারা বলেন, “গত ১৫ বছরে আমরা একে অপরের সঙ্গে জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছি। বিশ্বস্ততা, শ্রদ্ধা ও ভালোবাসায় আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে।
“এবার আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করছি, এই যাত্রায় আমরা স্বামী-স্ত্রী হিসেবে থাকছি না। তবে সন্তানের বাবা-মা ও পরিবারের সদস্য হিসেবে আমরা পাশে থাকব।”
প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে সংসারে আমিরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রীনার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর কিরণকে বিয়ে করেন আমির।