দুজনের প্রেমের খবর গাগা ইনস্টাগ্রামে প্রথম জানিয়েছিলেন ২০২০ সালে।
Published : 30 Jul 2024, 11:23 AM
চার বছর ধরে প্রেমের পর প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সেরেছেন যুক্তরাষ্ট্রের পপতারকা লেডি গাগা।
সিএনএন লিখেছে, বিয়ে সেরে নিতেও বেশি সময় নেবেন না এই গায়িকা।
বাগদানের এই খবর ফাঁস হয়েছে প্যারিসে অলিম্পিকের অনুষ্ঠান থেকে। পোলানস্কিকে নিয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গাইতে যান গাগা।
সেখানে সাঁতার প্রতিযোগিতার একটি আয়োজনে ফরাসী প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতালের সঙ্গে পোলানস্কিকে পরিচয় করিয়ে দেন গায়িকা। সে সময় পোলানস্কিকে নিজের বাগদত্ত হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।
টিকটকে প্রধানমন্ত্রী আতালের পোস্ট করা এক ভিডিওতে গাগার বাগদানের সেই খবর জানা গেছে।
ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী আতাল লিখেছেন, “উদ্বোধনী অনুষ্ঠনে দুর্দান্ত পরিবেশনার জন্য লেডি গাগাকে ধন্যবাদ জানাই।”
সিএনএন লিখেছে, বাগদান ও বিয়ের খবর জানতে লেডি গাগার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে তারা, তবে সাড়া পায়নি।
পোলানস্কি পেশায় একজন প্রযুক্তি উদ্যোক্তা। এই দুজনের প্রেমের খবর গাগা ইনস্টাগ্রামে প্রথম জানিয়েছিলেন ২০২০ সালে।
এরপর ২০২১ সালে জন্মদিনে প্রেমিকের কাছ থেকে পাওয়া ফুলের ছবি দিয়ে গাগা বলেন, “আমি তোমাকে ভালোবাসি।”
একই বছর হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে পোলানস্কির প্রতি ইঙ্গিত করে গাগা বলেছিলেন, “আমার ভালোবাসার জায়গা নিয়েছে আমার পোষ্য এবং ওই মানুষটি, তারাই আমার জীবন।”
এর আগে দীর্ঘদিন প্রেম করে ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গে বাগদান সেরেছিলেন লেডি গাগা। তবে ২০১৯ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।
গাগার আসল নাম হল স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা গেরমানোত্তা। তার মঞ্চ নাম 'লেডি গাগা' এসেছে দ্য কুইন ব্যান্ডের গান 'রেডিও গা গা' থেকে।
চার বছর বয়সে পিয়ানো বাজানো শেখেন গাগা। ১৩ বছর বয়সে প্রথমবারের মত পিয়ানোতে নিজেই সুর সৃষ্টি করেন।সংগীত ক্যারিয়ারে সফল হবার আগে বার নর্তকী হিসেবে কাজ করেছেন।
বিশ্বসংগীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের শিল্পীদের একজন গাগা। সাতটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক তিনি; পেয়েছেন অস্কার।
এছাড়া নয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড, সং রাইটার্স হল অব ফেম অ্যাওয়ার্ড, আর্টিস্ট অব দ্য ইয়ার, উইম্যান অব দ্য ইয়ার, গ্রেটেস্ট উইম্যান ইন মিউজিকসহ বহু পুরস্কার তার ঝুলিতে গেছে এই ৩৮ বছর বয়সেই।
পুরনো খবর
লেডি গাগা সম্পর্কে অজানা সাত তথ্য