উদ্ভট সাজপোশাকের কারণে প্রায়ই সমালোচিত হন গ্র্যামীজয়ী মার্কিন সংগীত শিল্পী লেডি গাগা। আর প্রশংসিত হন গানের কারণে। গাগা ফের আলোচনায় প্যারিসে অলম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে তার পরিবেশানার জন্য।