ভেনম ফ্রাঞ্চাইজির ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ ও সাইকো হরর সিনেমা ‘স্মাইল টু’ শুক্রবার থেকে দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে
Published : 25 Oct 2024, 07:19 PM
হলিউডের দুই সিনেমা একইসঙ্গে মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে।
ভেনম ফ্রাঞ্চাইজির ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ ও সাইকো হরর সিনেমা ‘স্মাইল টু’ শুক্রবার থেকে দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
বিজ্ঞপ্তিতে এই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, “বিশ্বব্যাপী মুক্তির দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেল ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’। আর ‘স্মাইল টু’ সিনেমা মুক্তির দশদিন পার হলেও দর্শকের আগ্রহ থাকায় মুক্তি দেওয়া হচ্ছে।”
ভেনম: দ্য লাস্ট ড্যান্স
হলিউডের ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ৮ নভেম্বর। কিন্তু হলিউডে ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে যায় সিনেমাটির। অবশেষে শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি ভেনম ট্রিলজির চূড়ান্ত পর্ব।
ভেনম চরিত্রে এবারও আছেন টম হার্ডি, সঙ্গে আছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। সিনেমাটি পরিচালনা করেছেন কেরি মার্সেল। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে কেরি মার্সেল ও টম হার্ডি।
স্মাইল টু
হলিউডের সাইকো-হরর ফ্রাঞ্চাইজির ‘স্মাইল’র দ্বিতীয় কিস্তি ‘স্মাইল টু’। প্রথমটির মত এই পর্বটিও পরিচালনা করেছেন পার্কার ফিন।
‘স্মাইল’ শিরোনামে প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল।
সিনেমাটির গল্প তৈরি হয়েছে একজন পপশিল্পীকে ঘিরে। ওই শিল্পী গান নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছে। ঠিক সেই সময় তার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। এমন প্রেক্ষাপটে কী করবে পপ স্টার, কী করে সেই অশরীরী শক্তির হাত থেকে রক্ষা এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘স্মাইল ২’ সিনেমায়।
স্মাইল টু সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাওমি স্কট। আরও আছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগ প্রমুখ।
গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে সিনেমাটি।