ফরিদা পারভীনকে দুই- তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে বলে আশা করছেন মেয়ে দিহান ফারিয়া।
Published : 02 Feb 2025, 07:18 PM
লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা আগের চেয়ে ‘অনেকটা ভালো’ বলে জানিয়েছেন তার মেয়ে দিহান ফারিয়া।
রোববার সন্ধ্যায় ফারিয়া গ্লিটজকে বলেন, "আম্মা আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আছেন, দুই তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে পারব।"
শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার সকালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন।
ভর্তি করার পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয় বলে গ্লিটজকে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম।
তিনি বলেছিলেন, “সকালে শ্বাসকষ্ট উঠেছিল। এখন একটু ভালো আছে; চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।"
দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। সেজন্য বিদেশেও চিকিৎসা নিয়েছেন।
আপাতত তার অবস্থা নিয়ে ‘চিন্তার কিছু নেই’ জানিয়ে মেয়ে ফারিয়া বলেন, "আম্মার অনেকদিন ধরেই কিডনির সমস্যা, এটা রেগুলার টেস্টের মতই। অনেক দিন ধরেই তো কিডনি সমস্যায় ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা করানো হয়েছে।"
নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পান ফরিদা পারভীন।
সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতের তালিম নেন।
সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন তিনি।
বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।
আরও পড়ুন