বিজয় দিবসে টিভি পর্দায় দেখা যাবে যা যা

বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সিনেমা, নাটক, সঙ্গীত, আবৃত্তি, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2022, 11:47 AM
Updated : 15 Dec 2022, 11:47 AM

বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে দেশের সরকারি ও বেসরকারি টেলিভিশনগুলো।

সিনেমা, নাটক, সংগীত, আবৃত্তি, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন রয়েছে এর মধ্যে। 

বাংলাদেশ টেলিভিশন

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে ‘কবি কণ্ঠে বিজয়ের কবিতা’ দিয়ে শুরু হবে বিটিভির বিজয় দিবসের অনুষ্ঠানমালা।

এরপর জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও রাষ্ট্রপতি কর্তৃক সালাম গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে সকাল ৯ টা ৫০ মিনিটে।

দুপুর ১২টা ১৫ মিনিটে থাকছে শিশুতোষ অনুষ্ঠান ‘বিজয়ের দেশে ডানা মেলি’।

দুপুর ১টা ৫ মিনিটে রয়েছে আবৃত্তি অনুষ্ঠান ‘বিজয়ের পঙতিমালা’। ১ টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ‘জেলায় জেলায় বধ্যভূমি’।

দুপুর আড়াইটায় থাকছে আবৃত্তি অনুষ্ঠান ‘জয় বাঙালির জয় বাংলার’। ৩টা ১০ মিনিটে থাকছে নৃত্যানুষ্ঠান ‘স্বদেশের স্মারক’।

বিকাল ৪টায় সংগীতানুষ্ঠান ‘বিজয় থেকে বিজয়ে’। ৪টা ৫০ মিনিটে ‘রণাঙ্গনের চিঠি’। ৫টা ১০ মিনিটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘রণাঙ্গনের সংগীত’। ৬টা ২০ মিনিটে থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘লাল সবুজের পদাবলি’।

সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘আজ রুখবে তাদের কারা’। রাত সাড়ে ৮টায় থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘স্বাধীনতার মহাকাব্য’।

রাত ৯টায় প্রচার হবে বিজয় দিবসের বিশেষ নাটক ‘সত্যি কথা বলছি’। এস এ হক অলিকের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন আবুল হায়াৎ, ডলি জহুর, ইমন, সালাহ খানম নাদিয়া, মোহাম্মদ বারী, ফাহমিদা শারমিন, জিয়াউল হাসান কিসলু, সালমান আরাফাত, সোলাইমান খোকা, দেওয়ান সাইফুল ইসলাম।

রাত ১০টা ২০ মিনিটে থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং রাত ১১টায় প্রচারিত হবে ‘বিজয়ের কথা’।

চ্যানেল আই

শুক্রবার বিজয় দিবসে বিজয় মেলা এবং টেলিভিশনের পর্দায় নানা অনুষ্ঠান সাজিয়েছে চ্যানেল আই।

সকাল সাড়ে ৭টায় ‘গান দিয়ে শুরু’ হবে এ অনুষ্ঠানমালা। পরিচালনা করবেন মোস্তাফির রহমান নান্টু।

সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে উদ্বোধন হবে ‘ঐক্য-চ্যানেল আই বিজয় মেলা ২০২২’। উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন যোদ্ধাহত মুক্তিযুদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও ফুটবল দলের সদস্যরা।

দিনব্যাপী মেলায় পরিবেশিত হবে দেশের গান, নাটকা, কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

এদিন বেলা ২.৪০ মিনিটে দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম, মিনারা জামান, মাসুম আজিজ, এস এম মহসিন, কচি খন্দকার, জয়শ্রী বন্দোপাধ্যায়, কামাল বায়েজিদ, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, পীযূষ বন্দোপাধ্যায়।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার ফরিদুর রেজা সাগরের গল্পে মুক্তিযুদ্ধের নাটক ‘ছাব্বিশ নম্বর বাড়ি’। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয় করেছেন তৌকির আহমেদ, নাদিয়া, আব্দুল্লাহ রানা।

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘আকাশ ভরা সূর্য তারা’। এই অনুষ্ঠানে আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর এবং গান পরিবেশন করবেন মমতাজ। গ্রামীণফোন নিবেদিত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু।

রাত সাড়ে ১১টায় প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘ইকোসাইড- ১৯৭১’।

এছাড়া পুরো ডিসেম্বর জুড়ে বুধ ও শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের টেলিফিল্ম। শনি, সোম ও মঙ্গল বিকেল ৩টা ৫ মিনিটে এবং বৃহস্পতিবার সাড়ে ৩টায় প্রচার হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের সিনেমাগুলো।

এনটিভি

শুক্রবার সিনেমা, নাটকসহ মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান প্রচার করবে এনটিভি।

সকাল সোয়া ৬টায় প্রচার হবে তথ্যচিত্র ‘আপন পতাকা’। এতে অংশগ্রহণ করবেন আ স ম আব্দুর রব, শিব নারায়ন দাস, বিরেণ সোম, মাহবুবে আলম ও মুনিরা ইউসুফ মেমী।

সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় মুক্তিযুদ্ধ’। প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা করেছেন সৌমিত্র শেখর। অনুষ্ঠানে অংশ নিয়েছেন রুবি রহমান, নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী, রবিউল হুসাইন, মাহিদুল ইসলাম ও তামান্না ডেইজী।

সকাল ৮টা ৪৫ মিনিটে ‘ছুটির দিনের গান’ অনুষ্ঠানে থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ।

দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে ‘মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাঁথা’। দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘অপরাজিতা’। তুষার আব্দুল্লাহর রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন তৌসিফ, তানজিন তিশা, আশরাফুল আশীষ, সেতু ও পঙ্কজ।

বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘কণ্ঠে বিজয়ের সুর’। রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিজয় দিবসের বিশেষ নাটক ‘একাত্তুরের বিজয়িনী’। মুস্তাফিজ শফির গল্প থেকে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন রওনক হাসান, জান্নাতুল সুমাইয়া হিমি, হাসিমুন।

রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘রূপকথার রাত’। লাবণ্যর উপস্থাপনায় অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরী এবং কন্ঠযোদ্ধা আশরাফুল আলম।

দীপ্ত টেলিভিশন

বিজয় দিবসে দীপ্ত টেলিভিশনে দিনব্যাপী দেখানো হবে সিনেমা, নাটক, প্রামাণ্যচিত্র। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে ছায়ানট আয়োজিত ‘দেশগান’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

সকাল ৯টায় দেখানো হবে বাংলা সিনেমা ‘চিত্রা নদীর পারে’। পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল এবং অভিনয় করেছেন তৌকির আহমেদ, আফসানা মিমি, মমতাজউদ্দীন আহমেদ। 

দুপুর ১২টা ১০মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বীর উত্তম শামসুল আলমের অজানা কথা’। বীর উত্তম শামসুল আলমের অজানা কথা নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ব্রাত্য আমিন।

দীপ্ত টিভির অনুষ্ঠান বিভাগ জানায়, ১৯৭১ সালে বাঙালি ফ্লাইট লেফট্যানেন্ট শামসুল আলম কর্মরত ছিলেন পাকিস্তানে। পূর্ববঙ্গের মানুষের মুক্তির যুদ্ধ শুরু হলে শামসুল আলম পাকিস্তান থেকে পালিয়ে আসেন ঢাকায়। আর এসেই ধরা পড়ে যান।

কনসেনট্রেশন ক্যাম্পের নির্যাতন সহ্য করে একটা সময় কৌশলে বের হয়ে আসেন। যান সশস্ত্র যুদ্ধে যোগ দিতে। ভারতের মাটিতে শামসুল আলমের সামনেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনী। অপারেশন কিলোফ্লাইট নামে মিত্র বাহিনীর বিমান আক্রমণের সূচনা হয় শামসুল আলমের মত বাঙালী বীরদের নিয়েই।

যুদ্ধের জন্য অনুপযুক্ত দুটি বিমান নিয়ে শুরু হয় অপারেশন কিলোফ্লাইট, ধ্বংস করে দেয় পাকিস্তানী সেনাদের তেলের মজুদ। বাংলাদেশ এগিয়ে যায় বিজয়ের দিকে। স্বাধীন দেশ তাকে বীর উত্তর খেতাবে ভূষিত করে।

এদিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকু-ড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’। ফাহমিদুর রহমানের রচনায় এবং ফুয়াদ চৌধুরীর পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ডকু ড্রামাটিতে অভিনয় করেছেন রিয়াদ রায়হান, অহনা মিথুন, মির্জা শাখেছেপ শাকিব, সাইদুর রহমান পাভেল, জয়শ্রী মজুমদার লতা ও চট্টগ্রামের নান্দিমুখ থিয়েটারের একদল নাট্যকর্মী।

দুরন্ত টেলিভিশন

ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে আসা চার বন্ধুকে একাত্তরের কণ্ঠশিল্পী শাহীন সামাদ জানালো মুক্তিযুদ্ধের সময় প্রেরণাদায়ী ‘দেশের গানগুলোর’ জন্মলগ্নের ইতিহাসের কথা। কী কী জানল ওই চারবন্ধু?

জানতে হলে দেখতে হবে ‘আমাদের মুক্তির গান’ অনুষ্ঠানটি। শিশুতোষ টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত টিভি’তে ‘আমাদের মুক্তির গান’ প্রচারিত হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আফ্রিনা বুলবুল।

এছাড়া বিজয়ের মাসে দুরন্ত টিভিতে প্রচারিত হবে ‘মুক্তিযুদ্ধের কথা’, ‘প্রিয় বাংলাদেশ’, ‘মুক্তি’, ‘আমরা তোমাদের ভুলবোনা’, ’বিজয়ের গল্প’ ও ‘জয়বাংলা’ শিরোনামের কয়েকটি অনুষ্ঠান।

আরটিভি

শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে বিজয় দিবসের বিশেষ নাটক ‘আজ বাবা আসবেন’। আনিসুল হকের রচনা থেকে পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।

অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জান্নাতুল সুমাইয়া হিমি, ইরফান সাজ্জাদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী এক বীরাঙ্গনা মেয়ের গল্প নিয়ে গড়ে উঠেছে এ নাটকের কাহিনী।

মাছরাঙা টেলিভিশন

বিজয় দিবসে বিশেষ নাটক ‘যেখানে সীমান্ত তোমার’ প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। সারওয়ার রেজা জিমির রচনায় পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরিনসহ অনেকে। ১৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটকটি।