শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় চলবে ‘শরতের জবা’ সিনেমাটি।
Published : 11 Oct 2024, 02:29 PM
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিনে দেশের মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে অভিনেত্রী কুসুম শিকদারের সিনেমা ‘শরতের জবা’।
শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, এসকে টাওয়ার, সনি স্কয়ার ও বালি আর্কেডে সিনেমাটি দেখান হচ্ছে।
এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও এই সিনেমার চারটি শো চলছে।
‘শরতের জবা’ দিয়ে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন কুসুম। অভিনয়ের পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লেখা, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সবই সামলেছেন কুসুম শিকদার নিজেই।
সিনেমাটি মুক্তির জন্য কুসুম মাল্টিপ্লেক্সের পর্দা কেন বেছে নিলেন প্রশ্নে বলেন, “ঢাকার বাইরে বা সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দেইনি, মাল্টিপ্লেক্সে যদি কাঙ্ক্ষিত দর্শক সিনেমাটি দেখে তবে হয়ত অন্যগুলোয় মুক্তি নিয়ে ভাবব।"
প্রত্যাশা কেমন জানতে চাইলে অভিনেত্রী বলেন, "এখন যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম, মানুষের মনও অস্থির হয়ে আছে। সেই জায়গা থেকে ভাবলে খুব একটা প্রত্যাশা রাখা যায় না, একটু রিস্ক আছে। তবে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।”
কুসুম বলেছেন, অনেকদিন হয়েছে দেশের প্রেক্ষাগৃহে ভালো কোনো ‘সিনেমা আসেনি’। এছাড়া পূজার ছুটিতে নতুন একটি সিনেমা আসলে মানুষ ‘হলমুখো হবে’ বলেও মনে করছেন এই অভিনেত্রী।
সিনেমার গল্প নিয়ে অভিনেত্রী বলেন, “‘শরতের জবা’ হল সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা। চিত্রনাট্যে ভৌতিক আবহ, রহস্য এবং প্রেম খেলা করেছে।”
সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র আছে। একজন জবা, আরেকজন বেলী। বেলী চরিত্র করেছেন নিদ্রা দে নেহা, আর জবা চরিত্রে কুসুম অভিনয় করেছেন।
সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু, অশোক ব্যাপারী ।
কুসুমকে বড় পর্দায় শেষ দেখা গেছে ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায়। এরপর ২০১৮ সালে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।
বিরতি কাটিয়ে পরিচালক এবং অভিনেত্রী হিসেবে ফেরার ঘটনায় ‘এক্সাইটেড এবং নার্ভাস’ দুটোই অনুভব করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।