Published : 30 Sep 2024, 11:54 PM
দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী কুসুম শিকদারের নতুন সিনেমা ‘শরতের জবা’।
আগামী ১১ অক্টোবর থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে এ সিনেমা।
মুক্তির তারিখ জানিয়ে অভিনেত্রী গ্লিটজকে বলেন, "দেশের পরিস্থিতি কেমন হয় এই চিন্তা করে নভেম্বরে মুক্তি দেওয়ার কথা ভেবেছিলাম। তবে দীর্ঘদিন যাবত প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা নেই, আবার সামনে যেহেতু একটা উৎসবও আছে। তাই দুর্গাপূজা উপলক্ষেই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।"
কুসুম বলেন, "দেশের পরিস্থিতি এখন অনেকটা ঠিক হয়ে গেছে মনে হয়। কারণ কোনো কিছুই কিন্তু থেমে নেই। সব অফিস চলছে, সবাই নিজেদের কাজ করছে। বিনোদনের মাধ্যমগুলোও চলছে। সিনেমা হলও চলছে, কিন্তু নতুন কোনো সিনেমা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি দুর্গাপূজায় 'শরতের জবা' মুক্তি দেব। আমরা মুক্তির জন্য ১১ অক্টোবর চূড়ান্ত করেছি। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।"
এই সিনেমা দিয়ে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন কুসুম। অভিনয়ের পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লেখা, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সবই সামলেছেন অভিনেত্রী নিজে।
সিনেমার গল্প প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “‘শরতের জবা’ হল সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা। চিত্রনাট্যে ভৌতিক আবহ, রহস্য এবং প্রেম খেলা করেছে।”
গত শনিবার প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেইলার। সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র আছে। একজন জবা, আরেকজন বেলী। বেলী চরিত্র করেছেন নিদ্রা দে নেহা, আর জবা চরিত্রে কুসুম অভিনয় করেছেন।
সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু, অশোক ব্যাপারী ।
কুসুমকে বড় পর্দায় শেষ দেখা গেছে ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায়। এরপর ২০১৮ সালে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।
বিরতি কাটিয়ে পরিচালক এবং অভিনেত্রী হিসেবে ফেরার ঘটনায় ‘এক্সাইটেড এবং নার্ভাস’ দুটোই অনুভব করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।