কলকাতা চলচ্চিত্র উৎসব: আলো ছড়াবেন রানি-অরিজিৎরা

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ১৫ ডিসেম্বর, শেষ হবে ২২ ডিসেম্বর।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2022, 03:48 PM
Updated : 9 Dec 2022, 03:48 PM

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কয়েক বছর ধরেই আলো ছড়ান বলিউড তারকারা; এবারও অতিথির তালিকায় এছন নতুন নাম শোনা গেল হিন্দি সিনেমার নায়িকা রানি মুখোপাধ্যায়ের। সঙ্গে আরও আছেন সংগীত শিল্পী কুমার শানু ও অরিজিৎ সিং।

উৎসবটি এবারে পা রাখছে ২৭ বছরে। আগামী ১৫ ডিসেম্বর এ উৎসবের পর্দা উঠবে, শেষ হবে ২২ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে, শহরের ১০টি হলে চলচ্চিত্র প্রদর্শনী হবে বলে জানিয়েছে আনন্দবাজার।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, এবং রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ খান। এছাড়া বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।

এবারে জানা গেল রানি, অরিজিৎ ও কুমার শানুও আমন্ত্রণ পত্র পেয়েছেন। এ ছাড়াও বলিউড পরিচালক মহেশ ভট্ট ও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা উপস্থিত থাকছেন। তাদের সঙ্গে উদ্বোধনী মঞ্চে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

তবে এই উৎসবে এর আগেও এসেছিলেন রানি মহেশ ভাট ও সৌরভ।

আনন্দবাজার জানিয়েছে, উদ্বোধনী দিনে জীবনের ৮০তম অধ্যায় পূরণে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে বিশেষ সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগ বিকে শ্রদ্ধা জানাতেই উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে চূড়ান্ত হয়েছে অমিতাভ ও জয়া অভিনীত সিনেমা ‘অভিমান’।

এছাড়া অমিতাভকে কেন্দ্র করে রবীন্দ্র সদনের নন্দন চত্বরে একটি বিশেষ প্রদর্শনীর কথাও ভাবছে উৎসব কর্তৃপক্ষ।

Also Read: কলকাতা চলচ্চিত্র উৎসব: থাকছেন বলিউড তারকারা

Also Read: কলকাতা চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘কুড়া পক্ষী’

এ উৎসবে গত বছর ‘সত্যজিৎ রায়’ স্মারক বক্তৃতা দিয়েছিলেন বলিউড পরিচালক সুজিত সরকার। এবারে বক্তৃতা দেওয়ার জন্য বলিউডের বর্ষীয়ান পরিচালক সুধীর মিশ্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কলকাতায় এ উৎসবের সূচনা হয়েছিল বামদের হাত ধরে ১৯৯৫ সালে। উৎসবে দেখানো হয় দেশ-বিদেশের সিনেমা।

মহামারীর মধ্যে গত বছর ভার্চুয়াল উৎসবের আয়োজন হলে তা উদ্বোধন করেন শাহরুখ খান ও মমতা ব্যানার্জি।