বৃহস্পতিবার ঈদের দিন এই ছবির নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকান্দার’।
Published : 12 Apr 2024, 11:38 AM
ঈদ মানেই সালমান খানের নতুন সিনেমা। তবে এবরের ঈদ ব্যতিক্রম, আসেনি ‘বলিউড ভাইজনের’ নতুন কোনো সিনেমা।
সালমান অবশ্য বিশেষ দিনে অনুরাগীদের নিরাশ করেননি। বৃহস্পতিবার তিনি ঘোষণা দিলেন নতুন সিনেমার। সেই সঙ্গে ছবিতে তার চরিত্রটি নিয়েও আভাস দিয়েছেন।
সম্প্রতি সালমান জানিয়েছিলেন ‘গজনি’ খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তারপর থেকেই নতুন এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।
বৃহস্পতিবার ঈদের দিন এই ছবির নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকান্দার’। ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন তিনি। ‘এক্স’ পোস্টে এমনটাই জানিয়েছেন।
চলতি বছর ইদে মুক্তি পেয়েছে দু’টি হিন্দি ছবি। সেই প্রসঙ্গে টেনে ছবির নাম ঘোষণা করে সমাজমাধ্যমে সালমান লিখেছেন, “এই ঈদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকান্দারের’ সঙ্গে আলাপ করবেন। আপনাদের ঈদের শুভেচ্ছা।”
এর আগে সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সালমানকে দেখেছেন। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘কিক’ এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছেন এই জুটি।
অন্যদিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান।
মুরুগাদস এই প্রথম সালমানকে নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন। শোনা যাচ্ছে, ছবিতে তার প্রথম সারির কোনো অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। ছবিটি আগামী বছর ইদে মুক্তি পাবে।