বিজয় আনন্দ পরিচালিত ‘গাইড’– এ মহানায়ক দেব আনন্দের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী।
Published : 12 Oct 2023, 09:37 PM
গত শতকের ষাটের দশকে বিজয় আনন্দের পরিচালনায় যে সিনেমা ফিল্ম ফেয়ারে সাতটি পুরস্কার জিতে নিয়েছিল, সেই গাইড সিনেমাটি এক সময় বানাতে চেয়েছিলেন সত্যজিৎ রায়।
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রেহমানের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা ‘গাইড’। আর কে নারায়ণের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পায় ১৯৬৫ সালে, সেখানে মহানায়ক দেব আনন্দের সঙ্গে জুটি বেঁধেছিলেন ওয়াহিদা।
এক সাক্ষাৎকারে ওয়াহিদা বলেছিলেন, ‘গাইড’ সিনেমাটি বানানোর ইচ্ছা থেকে সত্যজিৎ রায় মূল উপন্যাসটির স্বত্ব কেনার পরিকল্পনা করেছিলেন। এমনকি সিনেমার মুখ্য চরিত্রে ওয়াহিদাই ছিলেন সত্যজিতের প্রথম পছন্দ।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভারতের দক্ষিণী অভিনেত্রীরা সহজাতভাবে নৃত্যে পারদর্শী হন বলে ওই ভূমিকার জন্য ওয়াহিদাকেই যোগ্য মনে করেছিলেন সত্যজিত। তার ঠিক দু’বছর পর দেব আনন্দের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয় এবং তিনি ওয়াহিদাকেই নায়িকা হওয়ার প্রস্তাব দেন।
অভিনেত্রী জানান, তিনি প্রযোজকের কাছে সত্যজিতের বিষয়ে জিজ্ঞাসা করলে দেব আনন্দ জানান, সিনেমাটি পরিচালনা করবেন বিজয় আনন্দ। দেব স্বীকার করেছিলেন, সত্যজিতের ‘গাইড’ নির্মাণের ইচ্ছার কথা তার অজানা ছিল না।
ওয়াহিদার কথায়, “সত্যজিৎ সিনেমাটি পরিচালনা করলে ‘গাইড’ অন্যভবে দর্শকদের সামনে হাজির হত। তবে হয়ত রোজির চরিত্রে অভিনয় করা আমার কপালে লেখা ছিল। কে পরিচালক সেটা বড় কথা নয়।
“সেই সময় বহু নায়িকা ওই চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন। এমনকি অনেকেই আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন, কোনো কারণে সিনেমাটি না করলে তারা রাজি আছেন।’’
ওয়াহিদা জানান, সত্যজিৎ তাকে কথা দিয়েছিলেন, ভবিষ্যতে কখনও হিন্দি সিনেমা পরিচালনা করলে ওয়াহিদার কথা তিনি নিশ্চয় ভাববেন।
এরপর ‘শতরঞ্জ কি খিলাড়ি’ সিনেমার কাস্টিংয়ের সময়ে নির্মাতা ফোন করে অভিনেত্রী বলেছিলেন, “ওয়াহিদা, আমি তোমাকে নেব বলেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে, এই সিনেমার চরিত্রটা তোমার সঙ্গে মানাবে না।’’
সত্যজিৎ পরিচালিত ১৯৬২ সালের সিনেমা ‘অভিযান’-এ গুলাবি চরিত্রে অভিনয় করার সুযোগ ঘটেছিল ওয়াহিদার।
গত মাসেই ‘দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এর জন্য ওয়াহিদা রেহমানের নাম ঘোষণা হয়েছে। ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য শিগগিরি তার হাতে তুলে দেওয়া হবে সম্মাননা।