কঙ্গনা বলেন, “হিমাচল প্রদেশের উন্নতি এখন আমার প্রধান ধর্ম।”
Published : 06 Jun 2024, 06:12 PM
ভারতের হিমাচল প্রদেশের মান্ডি আসনে বিজেপি থেকে ভোটে দাঁড়িয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত আভাস দিয়েছিলেন, বিজয়ী হলে অভিনয় ছেড়ে দেবেন তিনি। জয়ের পর অভিনেত্রীর ভাষ্য, মান্ডি ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, রাজনীতিবিদ হিসেবে কঙ্গনা তার শুরুটা ‘বেশ ভালোই’ করলেন।
এই আসনে ভারতীয় জনতা দলের প্রতিপক্ষ ছিলেন কংগ্রসের ‘রাজাসাহেব’ খ্যাত ৩৩ বছর বয়সী রাজনীতিক বিক্রমাদিত্য সিং। তিনি হিমাচল প্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে। এই আসনের দখল পেতে হিমাচলের মেয়ে কঙ্গনাকে মনোনয়ন দেয় বিজেপি।
ভোটে দাঁড়ানোর পর জয়ের ব্যাপারে বারবার নিজের আত্মবিশ্বাসের কথা বলেছেন কঙ্গনা। ফলাফল প্রকাশের পর দেখা গেছে, বিক্রমাদিত্যকে ৭৪ হাজার ৭৫৫ ভোটে হারিয়েছেন অভিনেত্রী।
কঙ্গনা বলেন, “আমি হিমাচলের মেয়ে। হিমাচল প্রদেশের উন্নতি এখন আমার প্রধান ধর্ম। তাই মান্ডিকে ছেড়ে মুম্বাই ফিরছি না।”
সাংবাদিকরা জানতে চান, তাহলে কী বলিউড ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন?
কঙ্গনা বলেন,” আপাতত মান্ডিতে থাকব। রাজনীতি ছাড়া কিছু ভাবতে চাই না।”
বলিউউ ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা এবং বিতর্ক’ সৃষ্টির জন্য পরিচিত এই অভিনেত্রী গত দুই মাস ধরে নির্বাচনি প্রচার কাজে তুমুল ব্যস্ত সময় পার করেছেন।
দিন রাত ধরে চষে বেড়িয়েছেন হিমাচলের বিভিন্ন জায়গা। শুধু তাই নয়, এক দিনে প্রায় ৪৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন।
এই ব্যস্ততায় বহু প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’র মুক্তিও তিনি পিছিয়ে দিয়েছেন। এতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।