সিনেমায় ‘রিহানা’ নামে এক অস্ট্রেলীয় তরুণীর চরিত্রে দেখা গেছে অভিনেত্রী রুপন্তী আকিদকে।
Published : 04 Mar 2025, 11:04 AM
অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘হিন্দি ভিন্দি’। যে সিনেমার অভিনয়, পোস্টার ও পরিবেশনার সঙ্গে যুক্ত আছেন তিনজন বাংলাদেশি।
সিনেমায় ‘রিহানা’ নামে অস্ট্রেলিয়ান এক তরুণীর চরিত্রে দেখা গেছে বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী রুপন্তী আকিদকে।
‘হিন্দি ভিন্দি’ সিনেমার ভিজ্যুয়াল আর্ট ও পোস্টার করেছেন বাংলাদেশের সাজ্জাদুল ইসলাম সায়ীম এবং সিনেমার পরিবেশনার দায়িত্ব পালন করছেন পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম আল মিনারুল মান্নান।
সিডনিভিত্তিক ভারতীয় নির্মাতা আলী সায়েদের সিনেমাটি মুক্তির পর দর্শক সমালোচকের প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন রুপন্তী আকিদ।
অস্ট্রেলিয়ার সিডনিতে সিনেমার একটি শো তে উপস্থিত ছিলেন রুপন্তী। সেখানে থেকে গ্লিটজকে এই অভিনেত্রী বলেন, "খুব ভালো সাড়া পাচ্ছি, সিনেমার শো শেষে অনেকে এসে ভালোবাসা দিচ্ছেন। বলছেন সিনেমার গল্প তাদের হৃদয়স্পর্শ করেছে, আমার রিহানা চরিত্রের সঙ্গে তারা নিজেদের জীবনকে কানেক্ট করতে পারছেন।"
‘হিন্দি ভিন্দি’ সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী নীনা গুপ্তা, তরুণ অভিনেতা মিহির আহুজা, অজি সংগীতশিল্পী গাই সেবাস্টিয়ান। এই সিনেমা দিয়ে অভিনয়ে পা রেখেছেন সংগীতশিল্পী সেবাস্টিয়ান।
অভিনয়শিল্পীদের নিয়ে রুপন্তী বলেন, সিনেমার পুরো দৃশ্যধারণ অস্ট্রেলিয়ায় হয়েছে।
“ভারতের নীনা গুপ্তা ও মিহির আহুজার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। সিনেমার কাস্টিংয়ের সময় অনেকে আমাকে নিয়ে, আমার অভিনয় নিয়ে একটু সন্দিহান ছিল। কিন্তু মুক্তির পর সবাই অনেকটা চমকে গেছে, খুব প্রশংসা পাচ্ছি। এটা আমার কাছে অন্যরকম পাওয়া।"
সিনেমার পরিবেশনার দায়িত্বে থাকা মান্নান গ্লিটজকে বলেছেন এই কাজের সঙ্গে যুক্ত হওয়া তার জন্য অত্যন্ত গর্বের।
“সিনেমার নির্মাতা আলি সাইয়েদের সাথে আমার পরিচয় দক্ষিণ এশীয় ফিল্ম ফেস্টিভালে। তার কাছ থেকে যখন সিনেমার গল্প শুনেই আমি বেশ মুগ্ধ হই। এই ধরনের কালচারাল সিনেমা আমার বেশ ভালো লাগে এবং সিনেমাটি অন্তঃসাংস্কৃতিক আবেদনকে আরও বাড়িয়ে দিয়েছে।”
মান্নান জানিয়েছেন অস্ট্রেলিয়ায় ৪০ এর বেশি প্রেক্ষাগৃহে ‘হিন্দি ভিন্দি’ মুক্তি পেয়েছে।
“রুপন্তীর অভিনয়, সায়ীমের পোস্টার সব মিলিয়ে নিজ দেশের মানুষের এই আন্তজার্তিক কাজে যুক্ত হওয়ার বিষয়টা বেশ দারুণ লাগছে।"
'হিন্দি ভিন্দি' সিনেমায় কাবির নামের এক কিশোর সংগীতশিল্পীর গল্প উঠে এসেছে। যে তার বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকে। একদিন তার দাদী তাকে খুঁজতে ভারত থেকে অস্ট্রেলিয়ায় আসে। দাদীর কথা এবং তার সাংস্কৃতিক পরিচয় খুঁজতে হিন্দি শেখার চেষ্টা করে সে। দাদীর জন্য হিন্দি ভাষায় গানও গাইতে চায় কাবির কিন্ত ভাষাটা তার কাছে দুর্বোধ্য লাগে। সংস্কৃতির সঙ্গে নিজের যোগসূত্র তৈরি করতে শুরু হয় কাবিরের নতুন চ্যালেঞ্জ।
সিনেমায় কাবিরের চরিত্রে অভিনয় করেছেন মিহির আহুজা। কাবিরের প্রেমিকার চরিত্রে দেখা গেছে রুপন্তীতকে। আর নানীর চরিত্রটি করেছেন নীনা গুপ্তা এবং বাবার চরিত্রে অভিনয় করেছেন গাই সেবাস্টিয়ান।