Published : 16 May 2024, 12:26 PM
দুর্গাপূজার মাস পাঁচেক আগেই কলকাতার পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের পূজার সিনেমার খবর এসেছে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, এবারে তারা থ্রিলার ঘরানার কাজ করছেন। সিনেমার নাম ‘বহুরূপী’, সম্প্রতি দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে।
শিবপ্রসাদ-নন্দিতার এবারে সিনেমাতেও নায়ক আবীর চট্টোপাধ্যায়। তবে নায়িকা হয়েছেন ঋতাভরী চক্রবর্তী, আরও আছেন কৌশানী মুখোপাধ্যায় এবং পরিচালক শিবপ্রসাদ নিজেও।
শুটিং শেষে ফেইসবুকে কয়েকটি ছবি শেয়ার করে ঋতাভরী লিখলেন, “কী দারুণ একটা জার্নি গেল।”
শিবপ্রসাদ বলেন, “২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এই সিনেমা তৈরি করার। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা চলছিল।”
গল্পের আভাস দিয়ে শিবপ্রসাদ বলেন, “সিনেমার প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই সিনেমা। ভীষণভাবে সত্য নির্ভর ঘটনা। এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন।“
নায়ক-নায়িকা নিয়ে শিবপ্রসাদ বলেন, “আবীরের সঙ্গে এটা আমাদের দ্বিতীয় কাজ। আর ঋতাভরীর সঙ্গে প্রথম। এটাও একটা বড় পাওয়া। আবার আবীর-ঋতাভরী জুটিও সুপারহিট। এরকম জুটিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হাউজেরও একটা বড় দায়িত্ব থাকে। এটা একটা পরমপ্রাপ্তি। কৌশানী আমাদের সঙ্গে প্রথম কাজ করছে।”
অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানন শিবপ্রসাদ।
তিনি বলেন, “আমরা খুবই সচেতনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এমন অনেক শিল্পীর সঙ্গে কাজ করব, যাদের সঙ্গে আমরা আগে কাজ করিনি। কিন্তু তাদের কাজের আমরা গুণমুগ্ধ। কৌশানীর কাজ আমাদের ভালো লাগে। আবার প্রলয় সিরিজে ভীষণ সুন্দর অভিনয় করেছেন কৌশানী। বহুরুপীতে কৌশানী যে চরিত্রে অভিনয় করছেন, তা অবশ্যই দর্শক মনে দাগ কাটবে।”
‘বহুরূপী’তে নিজের অভিনয় নিয়ে শিবপ্রসাদ বলেন, ”অভিনেতা হিসেবে আমি ঋণী থাকব পরিচালক নন্দিতা রায়ের কাছে। উনি আমাকে আবার সুযোগ দিয়েছেন, একই বছরে পর পর দুবার সুযোগ দিয়েছেন, দুটি ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য। এটা আমার কাছে একটা বড় পাওনা। অভিনেতা হিসেবে আমার ছবি প্রথমবার পুজোতে মুক্তি পাবে। এটাও আরেকটা বড় পাওনা।”