Published : 28 Sep 2024, 03:05 PM
স্থান পরিবর্তন করে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে।
শনিবার বিকাল ৫টা থেকে শুরু হওয়া ওই কনসার্টে পারফর্ম করবে পাকিস্তানের ব্যান্ড ‘জাল’সহ দেশের আরও তিনটি ব্যান্ড।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনের জনসংযোগ কর্মকর্তা শারমিন রহমান নিশু গ্লিটজকে বলেন, "বৃষ্টির কারণে শুক্রবার পণ্ড হওয়া কনসার্ট আমরা যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে আয়োজন করেছি। বিকেল সাড়ে ৪টায় গেইট খুলে দেওয়া হবে। আমাদের শ্রোতা ও শিল্পীদের কথা চিন্তা করেই কনসার্টটি পূর্বাচলের ঢাকা অ্যারেনা ফিল্ডের বদলে ইনডোরে করার সিদ্ধান্ত নেই।“
অল্প সময়ের মধ্যে সব কাজ ‘গুছিয়ে নিতে হয়েছে’ জানিয়ে নিশু বলেন, “আশা করা যাচ্ছে,‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শনিবার জমে উঠবে।"
জালের কনসার্টে বৃষ্টি বাগড়া দেয় শুক্রবার। ওই আয়োজনে বাংলাদেশের আরো তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশনেরও পারফর্ম করার কথা ছিল। ওই বৈরি আবহাওয়ার কথা জানিয়ে মিশু গ্লিটজকে বলেছিলেন, "বৃষ্টির কারণে আমাদের কনসার্টের ভেন্যুতে পানি জমে আছে। পানি সরিয়ে সেখানে কোনো স্টল দেওয়া যাচ্ছে না। তাছাড়া এই পরিস্থিতিতে আসা সেখানে আমাদের শ্রোতা, শিল্পী সবার জন্যই একটু কষ্টকর হয়ে যাবে। তাই কনসার্টটি দুই একদিন পরে করার সিদ্ধান্ত নিয়েছি।"
তবে কনসার্ট করার সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয়নি আয়োজক কর্তৃপক্ষ।
এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল 'জাল'। এরপর বাংলাদেশের আর কোনো কনসার্টে দেখা যায়নি তাদের।
২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাল’। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মুমতায। পরে দলে যোগ দেন আতিফ আসলাম।
২০০৪ সালের ২৭ সেপ্টেম্বরে প্রকাশ পায় জালের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে। এই অ্যালবামের ২০ বছর উদযাপন হিসেবেই আয়োজিত হচ্ছে এই কনসার্ট।
ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।
এছাড়াও, এই কনসার্ট দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছে ব্যান্ড ‘অর্থহীন’। ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ব্যান্ড ভাইকিংস গাইবে এই কনসার্টে।