সংবাদ সম্মেলন করে কনসার্টের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
Published : 27 Sep 2024, 03:32 PM
শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়েছে; বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্ট। যেখানে শুক্রবার পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের ব্যান্ড ‘জাল’ সহ দেশের আরও তিনটি ব্যান্ডের।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনের জনসংযোগ কর্মকর্তা শারমিন রহমান মিশু গ্লিটজকে বলেন," বৃষ্টির কারণে আমাদের কনসার্টের ভেন্যুতে পানি জমে আছে। পানি সরিয়ে সেখানে কোনো স্টল দেওয়া যাচ্ছে না।
“তাছাড়া এই পরিস্থিতিতে আসা সেখানে আমাদের শ্রোতা, শিল্পী সবার জন্যই একটু কষ্টকর হয়ে যাবে। তাই কনসার্টটি দুই একদিন পরে করার সিদ্ধান্ত নিয়েছি।"
মিশু বলেছেন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে কনসার্টের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
বৃষ্টি নিয়ে আগে থেকেই চিন্তিত ছিলেন জালের প্রতিষ্ঠাতা ও শিল্পী গওহর মুমতাযের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনেও বৃষ্টির প্রসঙ্গ তুলে তিনি বলেন, "ঢাকায় এসে দেখি অনেক বৃষ্টি হচ্ছে। কনসার্টেও বৃষ্টি বাগড়া দিতে পারে। আমাদের ব্যান্ডের জন্মলগ্ন থেকেই প্রায় প্রতিটি কনসার্টে বাগড়া দিয়েছে বৃষ্টি! তবে আমাদের 'জাল' নাম কিন্তু জল মানে পানি থেকে এসেছে। গত ১০ বছর এই শব্দটা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে।”
রসিকতা করে মুমতায বলেন, "আমরা যেখানেই গেছি, কনসার্টে বৃষ্টি হয়েছে। এটা পুনে হোক, আবুধাবি কিংবা শারজাহ, আর এখন ঢাকা! তাই আমরা এবার ফিরে গিয়ে ব্যান্ডের নাম পরিবর্তনের কথা ভাবব।"
শুক্রবার পূর্বাচলের ঢাকা অ্যারেনা ফিল্ডে এই কনসার্টটি হওয়ার কথা ছিল। সেখানে জালের সঙ্গে আরো পারফর্ম করার আয়োজন রেখেছিল দেশের তিন জনপ্রিয় ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। প্রায় দশ হাজার শ্রোতার সমাবেশ হবে বলে ধরে নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান।
২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল 'জাল'। এরপর বাংলাদেশের আর কোনো কনসার্টে দেখা যায়নি তাদের।
২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাল’। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বরে প্রকাশ পায় জালের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে। এই অ্যালবামের ২০ বছর উদযাপন হিসেবে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
ঢাকায় এসে দলটি নতুন একটি অ্যাবামের ঘোষণাও দিয়েছে। তাদের এ অ্যালবামের নাম হবে 'বারিশ'।
সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং পেপসি ব্যাটল অব দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।