গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন সন্ধ্যা ৬টায় জেলায় জেলায় নাচের অনুষ্ঠানের এই আয়োজন করা হয়।
Published : 01 Feb 2025, 08:31 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৫০টি জেলায় অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান।
গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন সন্ধ্যা ৬টায় জেলায় জেলায় নাচের অনুষ্ঠানের এই আয়োজন করা হয় বলে শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে।
একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি মাসজুড়ে চলছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সারাদেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে এসব কর্মসূচি আয়োজিত হচ্ছে।
উৎসব উদযাপন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে গত বুধবার সন্ধ্যা ৬টায় গাইবান্ধা জেলায় নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নৃত্যানুষ্ঠান হয়েছে নারায়ণগঞ্জ, ফেনী, নড়াইল, রাজবাড়ি, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বরগুনা, খুলনা, গাজীপুর, শরীয়তপুর, নেত্রকোনা, বগুড়া, নীলফামারী, লক্ষীপুর, ঝিনাইদহ, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি, নওগাঁ, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম জেলায়।
আর মুন্সিগঞ্জ, নোয়াখালী, যশোর, ফরিদপুর, টাঙ্গাইল, রাজশাহী, পটুয়াখালী, সাতক্ষীরা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, মাগুরা, মৌলভীবাজার, বান্দরবান, চাঁদপুর, লালমনিরহাট, পঞ্চগড়, রাঙ্গামাটি, জয়পুরহাট, শেরপুর, পিরোজপুর, সুনামগঞ্জ ও নরসিংদী জেলায় নৃত্যানুষ্ঠান হয়েছে শুক্রবার সন্ধ্যায়।
জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য নৃত্যানুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত ছিল। ওইসব আয়োজনে দর্শক উপস্থিতি ছিলও দেখার মত।