প্রায় ১৩ বছর আগের ঘটনায় মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
Published : 09 Apr 2025, 05:56 PM
ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের একটি আদালত।
১৩ বছর আগের ঘটনার একটি মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় এই অভিনেত্রীর বিরুদ্ধে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি জারি করেছে বলে লিখেছে এনডিটিভি।
ঘটনার সূত্রপাত ২০১২ সালে। ওই সময় মুম্বাইয়ের তাজ হোটেলের ভেতরে এক রোস্তোরাঁয় প্রবাসী ভারতীয় ব্যবসায়ী ইকবাল মীর শর্মা এবং তার শ্বশুরকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে সাইফ এবং তার দুই বন্ধু শাকিল লাদাক ও বিলাল আমরোহীর বিরুদ্ধে।
সে সময় সাইফদের সঙ্গে তার স্ত্রী কারিনা কাপুর, কারিনার বোন কারিশমা কাপুর অভিনেতা মালাইকা অরোরা খান, অমৃতা অরোরা এবং কয়েকজন ছিলেন।
সাইফের ভাষ্য,শর্মা তার সঙ্গে থাকা নারীদের নিয়ে অশালীন কথাবার্তা বলছিলেন। তখন এর প্রতিবাদ জানালে শর্মার সঙ্গে তার ও দুই বন্ধুর তর্কবিতর্ক বাঁধে। আর মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযোগে আছে মীর শর্মা এবং তার শ্বশুরকে সাইফ ও তার বন্ধুরা গালিগালাজ করেছিলেন। শর্মা এর প্রতিবাদ জানালে, সাইফ তাদের হুমকি দেন এবং নাকে ঘুষিও মারেন।
ওই ঘটনার পর সাইফ ও তার দুই বন্ধুর বিরুদ্ধে শর্মা অভিযোগ করলে তাদেরকে গ্রপ্তার করা হয়। পরে অবশ্য তিনজনই জামিনে মুক্ত হন।
পুলিশ বলেছে, মারামারির ওই ঘটনা ঘটেছে মালাইকার চোখের সামনে। তাই প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মালাইকাকে।
তবে তিনি হাজিরা এড়িয়ে যাওয়ায় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ হাজার রুপির জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আদালত এর আগে ১৫ ফেব্রুয়ারি মালাইকার নামে জামিনযোগ্য পরোয়ানা জারি করলে, অভিনেত্রী হাজিরা দেননি। ফলে সোমবার পরোয়ানাটি পুনরায় জারি করা হয়। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল।