নিজের জন্মদিনে যুক্তরাষ্ট্রে বসে ‘রাজকুমার’ নামে এক নতুন সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান; তার বিপরীতে এ চলচ্চিত্রে দেখা যাবে যুক্তরাষ্ট্রের এক তরুণ অভিনেত্রীকে।
Published : 29 Mar 2022, 11:14 AM
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা হিমেল আশরাফ।
মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে আয়োজিত মহরতে সিনেমার নায়িকা কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
শাকিবের বিপরীতেই প্রথম কোনো বাংলা সিনেমায় কাজ করছেন নবাগত অভিনেত্রী কফি।
সিনেমার সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে।
গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান; এবার ঈদে তার অভিনীত ‘গলুই’ মুক্তি পাবে সিনেমা হলে।