জ্বর নিয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার কথা ভাবছে তার পরিবার।
Published : 08 Sep 2020, 02:44 PM
এক মাসেরও বেশি সময় ধরে তিনি জ্বরে ভুগছেন তিনি। ১৮ অগাস্ট ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা বাসায় ফেরার কয়েকদিনের মাথায় ৩১ অগাস্ট আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
তার স্ত্রী ফারহানা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনও তিনি জ্বরে আক্রান্ত। তিনবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। পরীক্ষায় টাইফয়েডও নেই। শারীরিক কোনও উন্নতিও ঘটছে না
উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান ফারহানা।
তিনি বলেন, “হাসপাতালে তার চিকিৎসার কাগজপত্র পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি পেলে আমরা তাকে সিঙ্গাপুরে নেবো।”
ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার তিনি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ফারুক।