জ্বর নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক।
Published : 18 Aug 2020, 10:16 PM
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন তিনি। ক্রমেই জ্বর বাড়তে থাকায় রোববার থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন তিনি।
১৮ অগাস্ট তার জন্মদিন; দিনটি হাসপাতালেই কাটছে তার।
ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে ভর্তির পর একবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে; রিপোর্ট নেগেটিভ এসেছে।
তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান সাগুফা আনোয়ার।
ফারুকের জন্ম পুরানো ঢাকায় ১৯৪৮ সালের ১৮ অগাস্ট। তার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ডাকে ছয় দফা আন্দোলনে যোগ দেন।
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। ১৯৭১ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘জলছবি’
ক্যারিয়ারজুড়ে ‘সারেং বউ’, ‘লাঠিয়াল’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাহেব’, ‘মিয়াভাই’,‘নাগরদোলা’, ‘সুজনসখী’, ‘ঘরজামাই’, ‘ভাইভাই’,‘বিরাজবৌ’- এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ফারুক।