ডিজনি ও টুয়েন্টিয়েথ সেঞ্চুরি অ্যানিমেশন ঘোষণা দিয়েছে, আট বছর পর 'আইস এজ' সিরিজের ষষ্ঠ সিনেমা আসছে।
Published : 13 Nov 2024, 04:56 PM
অ্যানিমেটেড সিনেমা 'আইস এজ'র ভক্তদের ফের বরফ যুগে ফেরার তৈরির সুযোগ হয়েছে।
ভ্যারাইটি বলছে, ডিজনি ও টুয়েন্টিয়েথ সেঞ্চুরি অ্যানিমেশন ঘোষণা দিয়েছে, 'আইস এজ' সিরিজের ষষ্ঠ সিনেমা আসছে। অর্থাৎ আট বছর পর ম্যানি, সিড, দিয়েগো দলবল নিয়ে আবারও ফিরছে পর্দায়।
নতুন সিরিজ আনার ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে ডিজনি।
সেখানে দেখা যায়, স্টুডিওর মধ্যে মাথায় শীতের টুপি পরে গায়ে চাদর চাপিয়ে শীতে কাঁপছেন রোমানো। আর তার মোবাইলে বারবার কেউ একজন তাগাদা দেন যে গুরুত্বপূর্ণ ঘোষণাটি যেন দ্রুত দিয়ে দেওয়া হয়।
এর মধ্যে স্টুডিওতে বরফ পড়া শুরু হয়। তুষার গায়ে মেখে শীতের কাঁপুনি তুলে রোমানো বলেন যে ‘আইস এজ সিক্স’ আসছে। এ ঘোষণার পর পর্দায় ভেসে ওঠে ষষ্ঠ পর্বের লোগো।
ষষ্ঠ পর্বটি কবে নাগাদ আমতে পারে সে আভাস মেলেনি। বর্তমানে সিনেমাটির প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছে ডিজনি।
নতুন সিক্যুয়েলে রোমানো ফিরছেন ম্যামথ ম্যানির ভূমিকায়, লেগুইজামো থাকছেন স্লথ সিডের ভূমিকায় এবং লতিফাকে ম্যামথ এলির চরিত্রে পাওয়া যাবে। ডেনিস লিরি ও সাইমন পেগও সিক্যুয়েলে তাদের আগের চরিত্রগুলোতে থাকছেন।
সিনেমাটি বিশ্বব্যাপী ৪০৮.৫ মিলিয়ন ডলার আয় করেছিল। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব আসে ২০০২ সালে, আর সর্বশেষ সিনেমা ‘কলিসন কোর্স’ আসে ২০১৬ সালে।
বিপুল জনপ্রিয়তা পাওয়া 'আইস এজ’র মূল সিনেমাগুলোর পাশাপাশি বিভিন্ন ছোট আকারের শর্টস ও সিরিজও তৈরি হয়েছে। এছাড়া 'দ্য আইস এজ অ্যাডভেঞ্চারস অভ বাক ওয়াইল্ড' নামে একটি স্পিন-অবও মুক্তি পায় ২০২২ সালে।