চিত্রনাট্যকার জিনিয়া সেন ভেবেছিলেন গানে যদি নায়িকার খোলা পিঠে নায়ক কবিতার কয়েকটি পঙ্ক্তি লিখে দেন তা হলে অভিনব কিছু দাঁড়াতে পারে।
Published : 12 Apr 2025, 12:50 PM
পর্দায় চুম্বনের দৃশ্য ‘একঘেয়ে’ লাগে কলকাতার পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে। তাই এবার প্রেমের দৃশ্যে অভিনবত্ব আনতে নায়িকার খোলা পিঠে কালো কালিতে তিনি লিখেছেন জয় গোস্বামীর কবিতা।
আনন্দবাজার লিখেছে, ‘আমার বস’ সিনেমার একটি গানে এমন দৃশ্যে পাওয়া যাবে শিবপ্রসাদ ও শ্রাবন্তীকে।
শিবপ্রসাদ বলেছেন, সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে তিনি ‘সাবলীল নন’।
“ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হাত-পা কাঁপতে থাকে। শেষে নায়িকাদেরই এগিয়ে আসতে হয়। আমায় কাছে টেনে নিতে হয়। তাদের সহযোগিতায় ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ে পাস করে যাই।”
সেই শিবপ্রসাদ মুক্তির অপেক্ষায় থাকা ‘আমার বস’ সিনেমার একটি গানের দৃশ্যে অভিনেত্রী শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখলেন। প্রকাশ হয়েছে ‘মালাচন্দন’ শিরোনামের গানটি। গেয়েছেন গায়ক অনুপম রায়।
এমন নতুন ধরনের দৃশ্য এবং পর্দায় সহশিল্পী নিয়ে শিবপ্রসাদ বলেন, “জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর এবং প্রেমিকের সংলাপ’ কবিতা আমার অত্যন্ত প্রিয়। জয়দাকে বলেছিলাম, কবিতাটি আমরা ছবিতে ব্যবহার করব। পর্দায় আমার আর শ্রাবন্তীর সম্পর্ক ওই কবিতার মতোই। যেখানে সম্পর্কের টানাপড়েন, লড়াইয়ের মধ্যেও কোথাও মুগ্ধতা থাকে।”
শিবপ্রসাদের মনে করেন প্রেমে পড়লে মানুষ অনেক কিছুই করেন। বাস্তবে প্রেমিক-প্রেমিকা অনেক সময়েই শরীরে ট্যাটু বা উল্কি এঁকে সেই অনুভূতির প্রকাশ ঘটান।
শিবপ্রসাদ বলেছেন, চিত্রনাট্যকার জিনিয়া সেন ভেবেছিলেন গানে যদি নায়িকার খোলা পিঠে নায়ক কবিতার কয়েকটি পঙ্ক্তি লিখে দেন তা হলে অভিনব কিছু দাঁড়াতে পারে।
“বিষয়টা যেমন অভিনব তেমনই অনুভূতিপ্রবণ। এতে বাংলা ভাষাও অক্ষুণ্ণ থাকল, বাংলা কবিতা সম্বন্ধেও ওয়াকিবহাল থাকল এ প্রজন্ম।”
আগামী ৯ মে মুক্তি পাবে ‘আমার বস’ সিনেমা। এতে চমক হল এই সিনেমা দিয়ে দীর্ঘ ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী গুলজার।
গেল বছর সিনেমার শুটিং হয়েছে। গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ‘আমার বস’ পরিচালনা করেছেন পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি। এতে মায়ের চরিত্র করেছেন রাখী; শিবপ্রসাদ হয়েছেন তার ছেলে।