“সিনেমাটি যেন বাংলাদেশের দর্শকের মন জয় করে নেয় সেটাই চাই।”
Published : 30 Mar 2025, 03:11 PM
ঈদে মুক্তি পেতে চলা ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বণিকের মন ভালো নেই।
কারণ সিনেমা মুক্তির আগে শাকিবের সঙ্গে তার সামসামনি দেখা হয়নি।
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রী এ কথা জানানোর পাশাপাশি শাকিব খানকে নিয়ে তার দৃষ্টিভঙ্গীও তুলে ধরেছেন।
দর্শনা এখন লখনউয়ে একটি সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন।
তিনি বলেন “শাকিব কলকাতায় এলে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। আপাতত সিনেমাটি যেন ওপার বাংলার দর্শকের মন জয় করে নেয়, সেটাই চাই।”
চার বছর আগে ঢাকা-কলকাতার দুই অভিনয় শিল্পীকে নিয়ে ‘অন্তরাত্মার’ দৃশ্য ধারণের কাজ সারেন ওয়াজেদ আলী সুমন। যে সিনেমার কথা প্রায় ভুলেই গিয়েছিলেন সবাই।
গেল সপ্তাহে শাকিবের ঈদের আরেকটি সিনেমা ‘বরবাদ’ সেন্সর জটিলতায় পড়লে হঠাৎ করে আলোচনায় আসে ‘অন্তরাত্মা’। এরপর মুক্তির জন্য সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় এই সিনেমাটি।
সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। ২০২১ সালে পাবনা ও নাটোরের বিভিন্ন জায়গায় প্রায় এক মাস ধরে সিনেমার শুটিং হয়েছিল।
দর্শনা বলেন, “মহামারীর সময়ে যেটুকু সময় পাওয়া গিয়েছিল, তখনই শুটিং হয়েছে। তারপর আবার লকডাউন। অনেক বার সিনেমা মুক্তির পরিকল্পনা করেও নানা কারণে পিছিয়ে যায়।”
দর্শনার কথায়, শাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে ‘অন্যতম প্রাপ্তি’।
দর্শনা বলেন, “খুবই ভালো মনের মানুষ। কিন্তু তিনি যে এত বড় মাপের একজন তারকা, সেটা আমাকে বুঝতেই দেননি। একজন বড় তারকা সেটে আসার সময় কী হয়, সেটা তাকে দেখে উপলব্ধি করেছিলাম।
“উনি আসার আগে সবাই বলতেন ‘শাকিব ভাই আসছে’, এই কথাগুলো এখনও মনের মধ্যে গেঁথে আছে। সবাই তটস্থ হয়ে উঠতেন। অথচ ফ্লোরে আসার পর দেখলাম একদম মাটির মানুষ।”
‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
ক্ষমতাধর এক ব্যবসায়ীর সঙ্গে এলাকার জননেত্রীর প্রেমের গল্প বলবে ‘অন্তরাত্মা’।
'অন্তরাত্মা’ সিনেমার ট্রেইলারে শাকিবের সঙ্গে তার নায়িকা দর্শনার প্রেমের রয়াসন ফুটে উঠেছে।
ট্রেইলারে দেখা গেছে এক ব্যবসায়ীর দাপটে অস্থির থাকে এলাকার সবাই। নিজের ক্ষমতা বোঝাতে ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করা শাকিবের মুখে শোনা যায় সংলাপ ‘আমি কিন্তু আমি, আন্ডার এস্টিমেট করা যাবে না’। ওই ব্যবসায়ী প্রেমে পড়েন এক নেত্রীর। ওই নেত্রীর চরিত্রে কাজ করেছেন দর্শনা।
প্রেমের গল্পের এই সিনেমায় কেবল প্রেম নেই, আছে অপরাধ জগতের ছায়া, মারপিট ও হাস্যরসও।