দুই শাখায় মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
Published : 10 Dec 2024, 11:27 PM
বিনোদন জগতে বছরের অন্যতম আলোচিত পুস্কার গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায় এবার জয়জয়কার ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটির।
কমেডি অথবা মিউজিক্যাল বিভাগে সেরা সিনেমা সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পীসহ ৮২তম গোল্ডেন গ্লোবের গুরুত্বপূর্ণ ১০ শাখায় মনোনয়ন পেয়েছে ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের এই সিনেমাটি।
চলতি বছরের আলোচিত সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ মনোনয়ন পেয়েছে ৭টি শাখায়।
ভ্যারাইটি জানিয়েছে, মঙ্গলবার ২৭টি বিভাগের মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও অভিনেতা মরিস চেস্টনাট।
গোল্ডেন গ্লোবে ২ শাখায় মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
চলতি বছরের কান উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি জিতেছিল কাপাডিয়ার এই সিনেমাটি।
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ গোল্ডেন গ্লোবে সেরা অ-ইংরেজিভাষী সিনেমা ও সেরা নির্মাতা বিভাগে মনোনীত হয়েছে।
মনোনয়নে আসা নাম
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)
অ্যা কমপ্লিট আননোন (সার্চলাইট পিকচার্স)
কনক্লেভ (ফোকাস ফিচার্স)
ডুন:পার্ট টু (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
নিকেল বয়েজ (অ্যামাজন এমজিএম স্টুডিওস)
সেপ্টেম্বর ফাইভ (প্যারামাউন্ট পিকচার্স)।
সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি
টিমোটি শ্যালামে
ড্যানিয়েল ক্রেগ
কোলম্যান ডমিঙ্গো
র্যালফ ফাইনেস
সেবাস্তিয়ান স্তান
সেরা অভিনেত্রী (ড্রামা)
পামেলা অ্যান্ডারসন
অ্যাঞ্জেলিনা জোলি
নিকোল কিডম্যান
টিলডা সুইনটন
ফার্নান্দা তোরেস
কেট উইন্সলেট
সেরা নির্মাতা
জ্যাক অদিয়াঁর
শন বেকার
এডওয়ার্ড বার্গার
ব্র্যাডি কোর্বেট
কোরালি ফারজাঁ
পায়েল কাপাডিয়া
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
আনোরা (নিয়ন)
চ্যালেঞ্জার্স (অ্যামাজন এমজিএম স্টুডিওস)
এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)
অ্যা রিয়েল পেইন (সার্চলাইট পিকচার্স)
দি সাবস্ট্যান্স (মুবি)
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)।
আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবের ৮২তম আসর।