নাট্যকর্মীদের সম্মান ও ঐক্যের স্বার্থে নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য ফেডারেশন সভাপতি লিয়াকত আলী লাকীর প্রতি আহ্বান জানিয়েছেন এ সংগঠনের সাবেক চার সভাপতি।
Published : 09 Jul 2023, 12:47 PM
গ্রুপ থিয়েটার ফেডারেশনের ‘বিভাজন কোন অবস্থাতেই কাঙ্ক্ষিত নয়’ জানিয়ে সংগঠনটিকে ফের চিঠি দিয়ে সংকট সমাধানের আহ্বান রেখেছেন সাবেক চার সভাপতি।
এই চারজন হলেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ম হামিদ ও সারা যাকের; যারা দেশের শীর্ষ চার নাট্য সংগঠনের প্রধান এবং তিনজন বর্তমানে ফেডারেশনের ‘সম্মানিত সদস্য’।
‘সম্ভবত এটিই শেষ চিঠি’ জানিয়ে পরিস্থিতির আরও অবনতি হবার আগে নাট্যকর্মীদের সম্মান ও ঐক্যের স্বার্থে নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য ফেডারেশন সভাপতি লিয়াকত আলী লাকীর প্রতি আহ্বান জানিয়েছেন পত্রদাতারা।
গত ২০ জুন লিয়াকত আলী লাকীকে পাঠানো ওই চিঠির একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দেখার সুযোগ হয়েছে। শনিবার পর্যন্ত চিঠির কোনো উত্তর আসেনি লাকীর নেতৃত্বাধীন ফেডারেশনের কাছ থেকে।
জানতে চাইলে নাট্যকার-অভিনেতা মামুনুর রশীদ গ্লিটজকে বলেন, "আমরা চিঠি দিয়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছি, কিন্তু গ্রুপ থিয়েটার ফেডারেশন তো আমাদের আহ্বানে কোনো সাড়া দেয়নি।"
এর আগে ১৩ এপ্রিলও সংকট সমাধানের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন এই চারজন। যার উত্তর এসেছিল ২৮ মে। ফেডারেশনের সেই জবাব ‘সন্তোষজনক’ মনে না হওয়ায় ফের চিঠি দিয়েছেন সাবেক চার সভাপতি।
চিঠিতে বলা হয়, "আমাদের মূল বক্তব্য সম্পর্কে সরাসরি কিছু না বলে দীর্ঘ চিঠিতে আপনারা কামাল বায়েজীদ সম্পর্কে অভিযোগ বর্ণনা করেছেন।
"একটা ব্যাপার জেনে বিস্মিত হচ্ছি যে কামাল বায়েজীদ ফেডারেশনের কাউকে তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে এক বছরের উপর ফেডারেশানের কার্যক্রম পরিচালনা করেছে এবং আপনারা তখন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ১,২৪,৫১,৩৭৭.০০ (এক কোটি চব্বিশ লাখ একান্ন হাজার তিনশত সাতাত্তর) টাকার মত বড় অংকের অর্থ কোন অনুমোদন ছাড়া কীভাবে ব্যয় করা হল?"
চিঠিতে আরও বলা হয়, "ফেডারেশনের ব্যাংক হিসাবের জিম্মাদার চেয়ারম্যান, সেক্রেটারি জেনারেল ও সম্পাদক (অর্থ)। চেয়ারম্যানকে না জানিয়ে বাকি দু'জন যদি এই বিরাট অংকের অর্থ ব্যয় করে, তখন কি চেয়ারম্যানের কোনো দায়িত্ব থাকে না? এই অর্থ সদস্য দলগুলোর। তার জবাবদিহি তো করতে হবে। আপনি নিজেও কি এ দায় এড়াতে পারবেন?"
সংকট সমাধানে নিরপেক্ষ তদন্ত কমিটি করার প্রস্তাব দিয়ে চিঠিতে বলা হয়, "আমরা আবারও আপনাদের অনুরোধ করছি, ৩ জনের একটা নিরপেক্ষ তদন্ত কমিটির সামনে কামাল বায়েজীদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ সংশ্লিষ্ট কাগজপত্রসহ উত্থাপিত হোক এবং কামাল বায়েজীদের বক্তব্যও শোনা হোক। অভিযোগসমূহ সত্য প্রমাণিত হলে অপরাধীর যথাযথ শাস্তি আমরা দাবি করব। আমরাও ইতোমধ্যে তার কাছে অভিযোগসমূহের একটা জবাব জানতে চেয়েছি।"
ফেডারেশনের বর্তমান পরিস্থিতি ‘অস্বস্তিকর’ বলে মনে করছেন সাবেক চার সভাপতি। তাদের চিঠিতে বলা হয়, "ফেডারেশনের বর্তমান সংকট নিয়ে যে চিঠি চালাচালি হয়েছে, তাতে নাট্যকর্মীদের সম্পর্কে সাধারণ মানুষের একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। এতে আমরা অত্যন্ত অস্বস্তিবোধ করছি।
"সাংবাদিকরা এই অবস্থাকে একটা বিভাজন হিসেবে দেখছে। ফেডারেশানের বিভাজন কোনো অবস্থাতেই আমাদের কাঙ্ক্ষিত নয়। আমাদের একটাই উদ্দেশ্য, ফেডারেশানে শৃঙ্খলা এবং স্বচ্ছতা ফিরে আসুক।"
লিয়াকত আলী লাকীকে উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়, "ফেডারেশানের বিভিন্ন পর্যায়ে আপনি দায়িত্ব পালন করেছেন। তাই নতুন করে আপনাকে এসব বিষয়ে কিছু বলার নেই। জাতীয় রাজনীতিতে একটা অস্থিরতা চলছে। সমাজেও তার প্রভাব পড়েছে। এ সময় যদি নাট্যকর্মীরা স্বস্তির সাথে সৃজনশীল কাজ করতে না পারে, তাহলে নাট্যকর্মীদের সংগঠন ফেডারেশানের জন্যে একটা বড় সংকট। সেই সংকট নিরসনে আপনার একটা ভূমিকা আছে বলেই আমরা চিঠি দিয়েছিলাম। প্রত্যুত্তরে তেমন সন্তোষজনক জবাব আমরা পাইনি।"
সাবেকরা বলছেন, "আমরা চারজনই ফেডারেশানের সাবেক চেয়ারম্যান এবং তিনজন বর্তমানে ফেডারেশানের সম্মানিত সদস্য। অথচ এ সংকট নিয়ে কোন পর্যায়েই আপনারা আমাদের সাথে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেননি । যাই হোক সম্ভবত: এটিই আমাদের শেষ চিঠি।"
"আমরা মনে করি পরিস্থিতির আরও অবনতি হবার আগে নাট্যকর্মীদের সম্মান ও ঐক্যের স্বার্থে আপনি একটা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবেন।"
এ বিষয়ে জানার জন্য লিয়াকত আলী লাকীর মোবাইলে ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। লাকী বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে শিল্পকলার একাডেমির একজন কর্মকর্তা জানিয়েছেন।
অস্থিরতার শুরু যেভাবে
২০২২ সালের ২২ জানুয়ারি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক (প্রচার) মাসুদ আলম বাবুর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার দায়ে’ কামাল বায়েজীদ (সাধারণ সম্পাদক) ও রফিকুল্লাহ সেলিমকে (অর্থ সম্পাদক) অব্যাহতি দেয়ার বিষয়টি জানানো হয়।
পরে সংবাদ সম্মেলন করে কামাল বায়েজীদ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কাউকে অব্যাহতি দেওয়া ‘অগণতান্ত্রিক’।
কামাল বায়েজীদ তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেশ কিছুদিন ধরে দুদকে একটি অনুসন্ধান চলছে। পত্র-পত্রিকায় এ নিয়ে লেখালেখি হচ্ছে। আমি তাকে একদিন এ বিষয়ে মৌখিকভাবে বলেছিলাম, তিনি যেন কিছুদিন সংগঠনের কাজ থেকে বিরতি নেন। এই কারণে হয়ত তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অব্যাহতি দিয়েছেন।”
ওই ঘটনার প্রেক্ষিতে ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রামেন্দু মজুমদার গত ২৩ জানুয়ারি নাট্যকর্মীদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে ফেডারেশানের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করার আহ্বান জানান। বায়েজীদকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় মার্চে ফেডারেশন ছাড়ার ঘোষণা দেয় ঢাকা থিয়েটার। ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ ছিলেন ঢাকা থিয়েটার প্রতিনিধি।
তাতে ‘উদ্বেগ’ প্রকাশ করে এপ্রিলে ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে চিঠি দেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ম হামিদ ও সারা যাকের। গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান নেতৃত্ব নিয়ে অনাস্থা এবং সংগঠনের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থিয়েটার চর্চার সংকট সমাধানের আহ্বান জানিয়ে ৬৭ জন নাট্যকার, নির্দেশক ও সংগঠক বিবৃতি দেন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকার নাটকপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। এই সংগঠনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তুলে ১৬ জুন জাতীয় নাট্যশালার প্রধান ফটকের সামনে 'সাধারণ নাট্যকর্মীবৃন্দ' নামে প্রতিবাদ সমাবেশ করেছেন একদল নাট্যকর্মী। ফেডারেশনের চেয়ারম্যানের পদত্যাগসহ নয় দফা দাবি জানানা তারা।
ওইদিনই জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন বলে, “যারা আন্দোলন করছেন, তারা মূলত ফেডারেশনের কেউ নন।”
পুরনো খবর
গ্রুপ থিয়েটার ফেডারেশন: পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত নাট্যাঙ্গন
গ্রুপ থিয়েটার ফেডারেশন নিয়ে ‘অস্থিরতা’, কোন পথে নাট্যাঙ্গন?
গ্রুপ থিয়েটার ফেডারেশন: সংকট সমাধানে ৬৭ জনের বিবৃতি
গ্রুপ থিয়েটার ফেডারেশন ছাড়ল ঢাকা থিয়েটার
গ্রুপ থিয়েটার ফেডারেশন: অব্যাহতি পাওয়া কামাল বায়েজীদের পাল্টা অভিযোগ
গ্রুপ থিয়েটার ফেডারেশনের ‘সংকট’ সমাধানে সভাপতিকে সাবেকদের চিঠি