একদমই ঘরোয়া লুকে বৈঠকখানায় বসে রটউইলারের সাথে খুনসুটি করছিলেন অভিনেত্রী।
Published : 03 Jul 2023, 08:48 PM
পরিবারের সঙ্গে সময় কাটাতে বরাবরই পছন্দ করেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বিশেষ করে ছুটির দিনগুলোতে। এবারের ছুটির রোববারের অনেকটা সময় প্রিয় পোষা কুকুরের সাথে কাটালেন অভিনেত্রী।
পোষা কুকুর ‘রটউইলার’ এর সাথে আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন নুসরাত।
ক্যাপশনে লিখেছেন, “আনন্দময় একটি দুর্দান্ত সপ্তাহান্ত কাটাচ্ছি।”
লাল টিশার্ট আর শর্টস পরা নুসরাত একদমই ঘরোয়া লুকে বৈঠকখানায় বসে রটউইলারের সাথে খুনসুটি করছিলেন। আহ্লাদে আটখানা পোষা কুকরটিও শুয়ে শুয়ে আদর নিয়ে যাচ্ছিল।
সুযোগ পেলেই বাড়ির পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। মাঝে মাঝেই সেইসব মুহূর্ত সোশ্যাল মিডিয়ার ভক্তদের সাথে ভাগও করে নেন তিনি।
কিছুদিন আগে পোষ্য প্রাণী ‘হ্যাপি’কে হারিয়ে রীতিমতো কাতর হয়ে পড়েছিলেন নুসরাত ও যশ। ‘হ্যাপি’র সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তার মৃত্যুর খবরটি জানিয়েছিলেন তারা।
এই মুহূর্তে যশ তার প্রথম হিন্দি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি নুসরাতের সঙ্গে জুটি বেঁধে বাংলা থ্রিলার সিনেমার শুটিংও সারছেন।