
‘মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে’ হাসপাতালে নুসরাত জাহান
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2019 04:10 PM BdST Updated: 19 Nov 2019 01:10 AM BdST
-
ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
‘মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে’ অসুস্থ হয়ে কলকাতার এক হাসপাতালের আইসিইউতে থাকতে হল পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানকে।
রোববার রাত সাড়ে ৯টায় শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতালের বরাতে জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস ও আনন্দবাজার।
খবরে বলা হয়েছে, রোববার স্বামী নিখিল জৈনের জন্মদিনের পার্টির রাতে ‘মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে’ এ অভিনেত্রীর অসুস্থ হয়ে পড়েন।
সেগুলো ঘুমের ওষুধও হতে পারে বলে জানিয়েছে আনন্দবাজার; তবে সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নুসরাতের পরিবার।
চিকিৎসক সন্দীপ মন্ডলের তত্ত্বাবধানে নুসরাতের চিকিৎসা চলছিল। চিকিৎসকের বরাতে ইন্ডিয়ার এক্সপ্রেস জানিয়েছে, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয়েছিল তার।
সোমবার রাতে নুসরাত হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বলে জানিয়েছে আনন্দবাজার।
হাসপাতাল ছাড়ার আগে নুসরাত আনন্দবাজারকে বলেন, “আমার শ্বাসকষ্টের সমস্যা অনেক দিনের। সেটা হঠাৎ বেড়ে যাওয়াতেই ভর্তি হতে হয়েছিল। এখন অনেকটা সুস্থ বোধ করছি।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- সর্বোচ্চ আদালতেও জামিন মেলেনি, মুক্তি হচ্ছে না খালেদার
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যারা
- নাগরিকত্ব বিল: আসামে কারফিউ ভেঙে রাজপথে হাজারো জনতা
- আইপিএলের নিলামে মুশফিক
- ‘ছক্কার ট্রেনিং করি না’, ৯ ছক্কার পর বললেন শানাকা
- মুস্তাফিজের বোলিংয়ে হতাশ ও বিরক্ত হাবিবুল
- এত বড় ‘নো’ বল!
- মাশরাফি-তামিমদের উড়িয়ে রাজশাহীর শুরু
- দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে জিতল রিয়াল
- গোল উৎসবে গ্রুপ পর্ব শেষ পিএসজির