শিল্পী সমিতি নিয়ে এমন নিষ্ঠুর কথাবার্তা বলেছে, তাকে (নিপুণকে) আমরা সাত দিনের জন্য একটা নোটিশ দিয়ে এটার ব্যাখ্যা চাইব। সন্তুষ্টমূলক জবাব না পেলে মেম্বারশিপ বাতিল করে দিব- বললেন ডি এ তায়েব
Published : 17 May 2024, 05:04 PM
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদককে নিয়ে ‘বাজে মন্তব্য’ করায় সমিতি থেকে নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।
সমিতির কার্যকরী সভা শেষে এমনটাই জানিয়েছেন সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব।
বৃহস্পতিবার সন্ধ্যায় সভা শেষে ডি এ তায়েব বলেন, "নিপুণ আক্তারের ভাষাগত কিছু সমস্যা ছিল। আমাদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের ব্যক্তিগত বিষয়, পড়াশোনা নিয়ে যেসব কথাবার্তা বলেছে তা অত্যন্ত দুঃখজনক। একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না। জাতির কাছে একজন সম্মানিত মানুষকে হেয় করা, সার পৃথিবীর মানুষের কাছে। এতে আমরা খুব ব্যথিত। আমরা এটা খুব সহজে নিচ্ছি না। আমরা অ্যাকশনে যাব। নিপুণের কথায় শুধু সাধারণ সম্পাদক নন, নির্বাচন কমিশন, আপিল বোর্ড সকলকেই হেও করা হয়েছে।"
তিনি বলেন, “তাকে (নিপুণকে) আমরা সাত দিনের জন্য একটা নোটিস দিয়ে এটার ব্যাখ্যা চাইব। সন্তুষ্টমূলক জবাব না পেলে মেম্বারশিপ বাতিল করে দিব।”
সমিতির সংবিধানের নিয়ম তুলে ধরে তিনি বলেন, “"আমাদের সংবিধানে লেখা আছে যদি সমিতির দায়িত্বরত কাউকে হেয়প্রতিপন্ন করা হয় তাহলে তার সদস্যপদ যাবে। আমরা তার ঠিকানায় একটা চিঠি পাঠাচ্ছি, যেখানে লেখা থাকবে, তার সদস্যপদ হারানোর এই এই কারণ। আপনি কেন হারাবেন না তার পক্ষে আপনার যুক্তি তুলে সেটার উত্তর দিবেন।”
পাশে থাকা অভিনেতা সুব্রত বলেন, “আমরা তাকে তিনবার চিঠি দিব। একবার ৭ দিন সময় দিয়ে পাঠাব, যদি উত্তর না দেন তাহলে আরেকটা চিঠি দিয়ে ৫ দিনের মধ্যে উত্তর চাইব। উত্তর না পেলে ৩ দিনের জন্য আরেকটা চিঠি দিব। তারপর উনি সুন্দর উত্তর দিতে পারলে আমরা চেষ্টা করব সুন্দর সমঝোতা করে তাকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। আর তা না পেলে আমরা শিল্পী সমিতি থেকে তাকে বহিষ্কার করতে বাধ্য হব।”
এদিকে বর্তমান কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণ যে রিট করেছেন, তাকে আমলে নিচ্ছে না শিল্পী সমিতি।
সহ-সভাপতি তায়েব বলেন, “রিট হওয়ার মতো ঘটনাই ঘটেনি। সমিতির সদস্য এমন যে, কেউ চাইলেই রিট করতে পারে। তার মানে বিনা কারণে এবং যুক্তহীনভাবে বলবে, সেটা তো হবে না। আমরা আইন দিয়ে লড়ব।”
নির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার নব নির্বাচিত কমিটির ফল স্থগিত চেয়ে আদালতে রিট আবেদন করেছেন। এ রিট আবেদনকে কেন্দ্র করে আবার আলোচনায় এসেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন নিপুণ। কিন্তু হেরে গেছেন মনোয়ার হোসেন ডিপজলের কাছে।
নির্বাচনে সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে ডিপজল নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৬ মেয়াদে তারা সমিতিকে নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গতবারের নির্বাচন নিয়েও কম জল ঘোলা হয়নি। ২০২২-২৪ মেয়াদের ওই নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব হাই কোর্ট পর্যন্ত গড়ায়। এবারও মিশা-ডিপজল প্যানেলের জয় এবং দায়িত্ব গ্রহণের এক মাস পার না হতেই তা আবার আদালতে গিয়ে ঠেকল।
অভিনেত্রী নিপুণ যুক্তরাষ্ট্রে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:
শিল্পী সমিতির নির্বাচন: নিপুণের রিট নিয়ে প্রশ্ন সোহেল রানা-সুচন্দার
মিশা-ডিপজল কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে অভিনেত্রী নিপুণের রিট