‘কলকাতা ডাইরিজ়’ এর দুই অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক, নায়ক হয়েছেন শিফাত আমিন।
Published : 15 Jun 2024, 11:06 AM
ঢাকা-কলকাতা দুই বাংলার অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করতে পছন্দ করা বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা নতুন ওয়েব ফিল্মের কাজে হাত দিয়েছেন।
আর এই কাজে দুই বাংলাকে তিনি ফের বাঁধছেন এক সুতায়।
রাহা তার নতুন সিনেমা ‘কলকাতা ডাইরিজ’ এর জন্য কলকাতা থেকে নির্বাচন করেছেন শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিককে। আর নায়ক হিসেবে শিফাত আমিনকে নিয়েছেন নিজের দেশ থেকে। সিনেমার পাত্রপাত্রীদের ফার্স্ট লুক প্রকাশ করেছে আনন্দবাজার।
রাশেদ বলেন, “প্রচুর ঘটনা ছুঁয়ে গিয়েছে। কলকাতার মানুষের হয়ত চোখেই পড়েনি। তেমনই এক ঘটনা অনামিকা, শর্মি, ও পিকেকে নিয়ে। সিনেমায় তাদের নাম ভিন্ন, তবে সত্যি ঘটনা নিয়ে কাজ করেছি। একই ভাবে দেখেছি, বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ নতুন কলকাতাকে এখনও সম্পূর্ণ চিনে উঠতে পারেননি। সেখানকার সৌন্দর্য তাদের কাছে অধরা। আমি সেই দিকটাও সিনেমায় দেখিয়েছি।”
সিনেমাটি প্রযোজনা করছে 'বিগ আর এন্টারটেনমেন্ট প্রোডাকশন'।
কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খইরুল বাশার নির্ঝর। তার কলমে উঠে এসেছে বিবাহবিচ্ছিন্ন অনামিকার গল্প, যিনি স্বাবলম্বী এক নারী। তার সহকমী শর্মী। শর্মীর মাধ্যমেই অনামিকার আলাপ বাংলাদেশের স্ট্যান্ডআপ কমেডিয়ান পিকের সঙ্গে। এই তরুণ কলকাতায় শো করতে এলে তার কাছে অনামিকাকে নিয়ে যায় শর্মী। অনামিকা কি তাহলে নতুন সম্পর্কে জড়াবে? এই প্রশ্নের উত্তর দেবে সিনেমা।
শ্রীলেখা এবং দর্শনার সঙ্গে কাজ করে খুশি রাশেদ। শ্রীলেখার সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। অভিনেত্রীর স্পষ্টবাদিতা তার ভাল লেগেছে বলে জানালেন রাশেদ।
" সিনেমার ‘অনামিকা’ও অনেকটা তারই মত। তাই এই চরিত্রে শ্রীলেখা মিত্রকে বেছে নিয়েছি।"
এ ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ। ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কলকাতার নিউটাউন ও রাজারহাট এলাকায়।