Published : 06 Jun 2024, 10:20 PM
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে লোকসভার এমপি নির্বাচিত হওয়া অভিনেত্রী ও সঞ্চালক রচনা ব্যানার্জিকে নিয়ে তার ভক্ত অনুরাগীদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ এর কাণ্ডারির ভূমিকায় আগামীতে রচনাকে দেখা যাবে তো?
অনুরাগীদের শঙ্কা মিটিয়েছেন রচনা নিজেই; বলেছেন, ভোটে জয়ের পর দায়িত্ব বেড়ে গেলেও জি বাংলার পর্দায় ‘দিদি নম্বর ওয়ান’ মঞ্চ তিনি ছাড়ছেন না।
লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের টিকেটে রচনা ভোটে দাঁড়িয়েছিলেন হুগলি আসন থেকে। সেই থেকে ওই আসনের খবর জানতে মানুষের কৌতুহল বেড়ে যায়। কারণ ২০১৯ সালের নির্বাচনে এ আসনটি হারিয়ে ফেলে তৃণমূল কংগ্রেস। বিজেপি থেকে সেখানে এমপি নির্বাচিত হন এক সময়ের অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। এমপি হয়ে অভিনয় থেকে একদম সরে যান লকেট।
এবার হারানো আসন ফের দখলে নিতে লকেটের বিপরীতে ভোটের মাঠে রচনাকে দাঁড় করিয়ে দেন মমতা। তাই প্রার্থী ঘোষণার পর থেকে দুই অভিনেত্রীর ভোটের প্রচারের নানা ঘটনা, একে অপরের বিরুদ্ধে কথার বাণে জমজমাট হয়ে ওঠে হুগলির রাজনীতি।
শেষ পর্যন্ত লকেটকে ৭৬ হাজার ৭৫৩ ভোটে পরাজিত করেছেন রচনা।
ফেইসবুকে ‘দিদি নম্বর ওয়ান’ শোর পেইজে অনেকে প্রশ্ন করেছেন, সঞ্চালকের দায়িত্বে রচনা আগের মত সময় দিতে পারবেন কি না।
কেউ জানতে চেয়েছেন, ‘দিদি নম্বর ওয়ান’র ভবিষ্যৎ কি হবে? কেউ বলছেন, লকেট রাজনীতিতে নেমে হারিয়ে গিয়েছিলেন, রচনা কি করবেন?
হুগলির এক মন্দিরে পূজা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, “রাজনীতিবিদ হিসেবে ব্যস্ততা বাড়বে। তবে ‘দিদি নম্বর ওয়ান’ এবং এই নতুন দায়িত্ব সামলাতে তেমন অসুবিধা হবে না আশা করছি। দুদিকের দায়িত্বই সমানভাবে পালন করব।”
আরও আগেই অভিনয় থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেওয়া রচনাকে ইদানিং সঞ্চালক হিসেবেই বেশি দেখা যায়। পাশাপাশি করেন শাড়ির ব্যবসা।
রচনার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। নব্বইয়ের দশকে বাংলা সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখানোর পর রচনা ব্যানার্জি নামে পরিচিতি পান তিনি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রচনা। একসঙ্গে ৩৫টির বেশি সিনেমা করেছেন তারা। অমিতাভ বচ্চনের সঙ্গেও সিনেমা করেছেন রচনা।
আরও পড়ুন-
দুই অভিনেত্রীর টক্কর দেখবে হুগলি