Published : 20 Mar 2024, 06:10 PM
ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের হুগলির পরিস্থিতি জমজমাট হয়ে উঠেছে দুই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতার।
হিন্দুস্তন টাইমস লিখেছে, এবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ ছুড়ে নয়, দুই অভিনেত্রীকে পাওয়া গেছে ভিন্ন ধরনের নির্বাচনি প্রচারে। লকেট খোলা আকাশের নীচে খুন্তি নাড়লেন এলাকার মানুষের জন্য। আর রচনা নিজের হাতে ভাত বেড়ে খাওয়ালেন তার নির্বাচনি কর্মীদের।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রচনাকে প্রার্থী করেছে হুগলি থেকে। আর এই জেলায় ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হয়েছেন লকেট।
হুগলির চন্দননগরের রাজহাট এলাকায় এই সময়ে ওলাবিবির তলায় প্রাচীন প্রথায় রান্না ও পূজা হয় প্রতিবছর। এদিন চন্দননগরের মানুষ ওলাবিবি তলার পাশের বাগানে রান্না করেন, এরপর চলে একসঙ্গে খাওয়া দাওয়া।
সেখানে মঙ্গলবার মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তারপর গ্রামের মেয়েদের সঙ্গে রান্নার কাজে হাত লাগান লকেট। বিদায়ী সাংসদকে ঘিরে মেয়েরা ভিড় করেন। চলে সেলফি তোলার হিড়িক।
একইদিনে চন্দননগরে বোরাইচণ্ডী মন্দিরে পূজা দিয়ে পায়ে হেঁটে প্রচারে নামেন রচনা।
তিনি বলেন, “আমার জীবনে নতুন করে কিছু পাওয়ার নেই। নাম করে নিয়েছি, খ্যাতি রয়েছে। মানুষের ভালোবাসা পেয়েছি, জীবনের শেষ ১৫-২০টা বছর যদি মানুষের জন্য় কিছু করতে পারি তাহলে খুশি হব।”
রচনার স্পষ্ট কথা তিনি হুগলিতে এসেছেন ‘দিদি নম্বর ওয়ান’ হতে।
প্রচার শেষে চন্দননগরের একতা লজে দলীয় কর্মীদের ভাত বেড়ে খাইয়েছেন রচনা।
ভারতের লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল। সাতধাপে ভোট চলবে ১ জুন পর্যন্ত। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ জুন।
মমতা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। মমতা আগেই বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে।
মনোনয়ন তালিকায় কলকাতার দুই অভিনেত্রী এবং মমতার কাছের দুই তারকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নাম নেই। তবে সবাইকে চমকে দিয়ে রচনাকে প্রার্থী করেছেন মমতা।
রচনার সঙ্গে নায়ক দীপক অধিকরী দেব, অভিনেত্রী জুন মালিয়া, শতাব্দী রায়, সায়নী ঘোষ, শত্রুঘ্ন সিনহাও এবারের প্রার্থী হচ্ছেন। এছাড়া খেলার মাঠের তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রচনার ভাষ্য, মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি রাজনীতিতে এসেছেন।