প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে সোমবার থেকে দেখা যাচ্ছে 'বাগান বিলাস'।
Published : 29 Jan 2025, 03:54 PM
সংগীতশিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানের সঙ্গে অভিনেত্রী জয়া আহসান 'বাগান বিলাস' নামের যে মিউজিক্যাল ফিল্মটি করেছেন সেটি প্রকাশ্যে এসেছে।
প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে সিনেমাটি।
পাশাপাশি দুটি ফ্ল্যাটে থাকা জয়া ও প্রীতমের জীবনের গল্প মিউজিক্যাল ফিল্মে দেখান হয়েছে। চিত্রনাট্যজুড়ে দুই পড়শির যার যার জীবনের একাকীত্বের সঙ্গে লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।
'বাগান বিলাস’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাদীয়া ইসলাম রোজা। সিনেমার গানের কথাগুলো লিখেছেন ইনামুল তাহসিন এবং গানের পেছনের গল্প লিখেছেন নির্মাতা নিজেই। মিউজিক্যাল ফিল্মটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম।
জয়ার বাগানজুড়ে আবেগ, মুহূর্ত, একাকীত্ব, আর?
জয়া আহসান ও প্রীতম হাসানের প্রযোজনা সংস্থা 'সি তে সিনেমা' ও 'বহুরূপী ফিল্মস’ যৌথভাবে নির্মাণ করেছে ‘বাগান বিলাস’।
'মিউজিক্যাল ফিল্মটির শুটিং হয়েছে পুরান ঢাকায়।