“সিনেমার ঢং অনুযায়ী এখানে আফরান নিশো সবচেয়ে মানানসই, এই চরিত্রে অন্য কেউ হলে হত না।"
Published : 08 Apr 2025, 03:49 PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সরব হয়েছেন দেশের নাটক-সিনেমা-সংগীত জগতের মানুষেরা। সেই প্রতিবাদ দেখা গেল ঈদে মুক্তিপ্রাপ্ত 'দাগি' সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতেও।
ওই প্রদর্শনীতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ‘মৌন প্রতিবাদে’ অংশ নিয়েছেন অভিনেতা আফরান নিশো, গাজী রাকায়েত, অভিনেত্রী তমা মির্জাসহ আরো অনেকে।
রাজধানীতে বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় সোমবার রাতে ’দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়েছে।
সেখানে সিনেমার অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ অনেকে। এছাড়াও ছিলেন সংগীতশিল্পী সাজিদ সরকার ও মাশা ইসলাম।
ওই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এ সময়ের কয়েকজন নির্মাতা। 'চক্কর' সিনেমার শরাফ আহমেদ জীবন, 'বরবাদ' সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফী 'দাগি' সিনেমার প্রশংসা করেন।
রাফীর কথায় ’দাগি’ পরিবার নিয়ে দেখার মত একটি সিনেমা।
শরাফ আহমেদ জীবন সিনেমা এবং মূল চরিত্র নিশোর প্রংশসা করেছেন।
তিনি বলেন. "দাগি হৃদয়ে দাগ কেটে গেছে। সিনেমার ঢং অনুযায়ী এখানে আফরান নিশো সবচেয়ে মানানসই। এই চরিত্রে অন্য কেউ হলে হত না।"
‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ে ভাষ্য, "খুবই সুন্দর গল্প এবং নির্মাণের সিনেমা ’দাগি’। শিহাব শাহীন ভাই এবং আফরান নিশো ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই। আমি সিনেমাটা খুব উপভোগ করেছি।"
'সুড়ঙ্গ' মুক্তির পর দুই বছর পর 'দাগি' নিয়ে এই ঈদে ফিরছেন অভিনেতা আফরান নিশো। সিনেমাটিতে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প বলা হয়েছে।
'দাগি' সিনেমায় জুটি বেঁধেছেন নিশো ও তমা মির্জা। তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘সুড়ঙ্গ’ সিনেমাতেও।
‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
‘দাগি’ নিয়ে পরিচালক শাহীন বলেছেন তার সিনেমার চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে ‘ক্ষমা’।
তার কথায় “এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জীবনের গল্প। শুরু থেকেই এতে নিশোকেই ভেবেছিলাম। কিছু শঙ্কা শুরুতে তৈরি হয়েছিল, কিন্তু নিশো সব শঙ্কা কাটিয়ে এই জার্নিতে যুক্ত হয়।”
আরও পড়ুন:
গাজায় গণহত্যার প্রতিবাদে শাকিব-সিয়ামরা, ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয়